গুজরাটে শতাব্দী প্রাচীন মোরবি সেতু বিপর্যয়ের পর দেশের পুরনো সেতুগুলির নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে।
মোরবি সেতু বিপর্যয়ের ঘটনা সারাদেশেকে নাড়িয়ে দিয়েছে। তবে, এই ধরনের দুর্ঘটনা ভবিষ্যতে আর না ঘটে - সেজন্য ১০০ বছরের বেশি পুরনো সেতুগুলোর অবস্থা খতিয়ে দেখা জরুরি বলে মনে করছেন অনেকেই।
প্রায় ১৪৩ বছর আগে ব্রিটিশ আমলে গুজরাটের মাচ্ছু নদীর উপর তৈরি হয়েছিল ‘ঝুলন্ত’ মোরবি সেতু। নদীর দৃশ্য দেখার জন্য দর্শনার্থীদের কাছে সেতুটি খুবই আকর্ষণীয় ছিল। কিন্তু, চলতি বছর এই সেতুটি সংস্কারের আগে কোনও স্ট্রাকচারাল অডিট হয়নি।
জানা যাচ্ছে ভারতীয় রেলের অধীন কয়েক হাজার সেতু আছে, যেগুলি ১০০ বছরের বেশি পুরানো। মাঝেমধ্যে এই সেতুগুলি মেরামত ও রক্ষণাবেক্ষণ করা হয়।
২০১৯ সালের ১৩ ডিসেম্বর, রাজ্যসভায় কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুসারে - রেল দফতরের অধীন সারাদেশে প্রায় ৩৮ হাজার ৮৫০ টি রেল সেতু আছে, যেগুলির প্রতিটিই ১০০ বছরের বেশি পুরনো।
সরকারি তথ্য অনুসারে-
(১) মধ্য রেলওয়েতে (Central Railway) ৪ হাজার ৩৪৬ টি এমন সেতু রয়েছে।
(২) পূর্ব ( Eastern) রেলওয়েতে ২ হাজার ৯১৩ টি,
(৩) পূর্ব মধ্য (East Central) রেলওয়েতে ৪ হাজার ৭৫৪ টি,
(৪) পূর্ব উপকূল (East Coast) রেলওয়েতে ৯২৪ টি সেতু আছে।
এছাড়া,
(৫) উত্তর (Northern) রেলওয়েতে ৮ হাজার ৭৬৭ টি সেতু,
(৬) উত্তর মধ্য (North Central) রেলওয়েতে ২ হাজার ২৮১ টি,
(৭) উত্তর পূর্ব (North Eastern) রেলওয়েতে ৫০৯ টি,
(৮) উত্তর-পূর্ব সীমান্ত (Northeast Frontier) রেলওয়েতে ২১৯ টি,
(৯) উত্তর পশ্চিম (North Western) রেলওয়েতে ৯৮৫ টি ১০০ বছরের বেশী পুরানো রেলসেতু আছে।
শুধু তাই নয়,
(১০) দক্ষিণ (Southern) রেলওয়েতে ২ হাজার ৪৯৩ টি,
(১১) দক্ষিণ মধ্য (South Central ) রেলওয়েতে ৩ হাজার ৪০ টি,
(১২) দক্ষিণ পূর্ব (South Eastern) রেলওয়েতে ১ হাজার ৭৯৭ টি,
(১৩) দক্ষিণ পূর্ব-মধ্য (South East Central) রেলওয়েতে ৮৭৫ টি,
(১৪) দক্ষিণ পশ্চিমাঞ্চল (South Western) রেলওয়েতে ১৮৯ টি,
(১৫) পশ্চিমাঞ্চল (Western) রেলওয়েতে ২ হাজার ৮৬৬ টি এবং
(১৬) পশ্চিম মধ্য (West Central) রেলওয়েতে ১ হাজার ৮৯২ টি এই ধরনের সেতু রয়েছে, যেগুলি ১০০ বছরের বেশি পুরনো।
এক প্রশ্নের উত্তরে তৎকালীন রেলমন্ত্রী পীযূষ গোয়াল বলেছিলেন, রেল সেতুগুলির পরিদর্শনের জন্য একটি পদ্ধতিগত প্রক্রিয়া রয়েছে।
রেলওয়ে বছরে দুবার সেতু পরিদর্শন করে। প্রথমে, বর্ষার আগে এবং দ্বিতীয়টি বর্ষা মৌসুমের পরে বিস্তৃত আকারে পরিদর্শন করা হয়। পরিদর্শনের পর, প্রতিটি সেতুকে একটি সামগ্রিক রেটিং নম্বর (ORN) বরাদ্দ করা হয় এবং সেতুটি তার ORN-এর উপর ভিত্তি করে পুনর্নির্মাণ করা হয়।
রাজ্যসভায় গোয়াল জানিয়েছিলেন, গত পাঁচ বছরে (২০১৪-১৫ থেকে ২০১৮-১৯) মোট ৪ হাজার ৩২ টি সেতু মেরামত/সংস্কার করা হয়েছে।
জানা যাচ্ছে, ২০১৯-২০ সালের মধ্যে নতুন করে ৮৬১ টি সেতু তৈরি করেছে রেল দফতর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন