বিচারপতিদের হুমকি! কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ ৩০০-র বেশি আইনজীবীর

'কিছু অবসরপ্রাপ্ত বিচারক ভারত বিরোধী প্রচারের অংশ হয়ে উঠেছে।’ কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজুর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের ৩০০ জনেরও বেশি সিনিয়র আইনজীবী।
কিরেন রিজিজু
কিরেন রিজিজুফাইল ছবি
Published on

‘কিছু অবসরপ্রাপ্ত বিচারক ভারত বিরোধী প্রচারের অংশ হয়ে উঠেছে।’ কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজুর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের ৩০০ জনেরও বেশি সিনিয়র আইনজীবী।

বৃহস্পতিবার, এক যৌথ বিবৃতিতে আইনজীবীরা বলেছেন, ‘কেন্দ্রীয় মন্ত্রীর এই ধরনের বক্তব্য কোনও ভাবেই সমর্থন যোগ্য নয়। সরকারের সমালোচনা করলে তা কখনোই দেশ বিরোধী বা ভারত বিরোধী হয়ে যায় না। সরকারের কাজের সঙ্গে কোনও বিষয়ে ঐক্যমত না হলে - ভিন্নমত বরদাস্ত করা হবে না, আইনমন্ত্রীর এ ধরনের বক্তব্য গণতান্ত্রিক দেশে শোভা পায়না।’

সম্প্রতি একটি মিডিয়া কনক্লেভে আইন মন্ত্রী রিজিজু বলেন, ‘কিছু অবসরপ্রাপ্ত বিচারক বিরোধী দলের ভূমিকা পালন করার চেষ্টা করছেন।’ আইন মন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে আইনজীবীরা বলেন, ‘তিনি চাইছেন - বিচারপতি নিয়োগের ক্ষেত্রেও হস্তক্ষেপ করুক সরকার। কিন্তু কলেজিয়ামে এমন কোন নিয়ম নেই।’

আইনজীবীদের বক্তব্য, ‘সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের ‘স্পষ্টভাবে হুমকি’ দিয়ে ‘সাংবিধানিক শালীনতার সমস্ত সীমা লঙ্ঘন করেছেন’ আইনমন্ত্রী।’

কিরেন রিজিজুকে উদ্দেশ্য করে লেখা এক খোলা চিঠিতে আইনজীবীরা বলেছেন, 'বিচারকদের বিরুদ্ধে অযৌক্তিক আক্রমণকে আমরা তীব্র নিন্দা করি। যারা আইনের শাসন বজায় রাখার জন্য তাঁদের জীবন উৎসর্গ করেছেন তাঁদের বিরুদ্ধে এরকম মন্তব্য আসলে প্রতিশোধমূলক হুমকি, এটা নিচু মানসিকতার পরিচয় দেয়।'

আইনমন্ত্রীকে প্রকাশ্যে তাঁর মন্তব্য প্রত্যাহার করার জন্য অনুরোধ জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, একজন সাংসদ তিনি সংবিধানের প্রতি সত্যিকারের আনুগত্য বজায় রাখার শপথ নিয়েছেন। এবং আইন মন্ত্রী হিসাবে বিচার ব্যবস্থা, বিচার বিভাগ এবং বিচারকদের রক্ষা করা তাঁর কর্তব্য।

এই চিঠিতে সই করেছেন সিনিয়র অ্যাডভোকেট অভিষেক মনু সিংভি, কপিল সিবাল, অরবিন্দ দাতার, ইকবাল চাগলা, জনক দ্বারকাদাস, শ্রী হরি আনা, রাজু রামচন্দ্রন, দুষ্যন্ত দাভে, ইন্দিরা জয়সিং, চন্দর উদয় সিং, রাজশেখর রাও, রেবেকা জন, সঞ্জয় সিংভি, নিত্য রামকৃষ্ণানের মতো ৩২৩ জন সিনিয়রkআইরিন আইনজীবী।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in