বিভিন্ন কোম্পানিতে যেভাবে কর্মী ছাঁটাই চলছে, তা নিয়ে আতঙ্কে রয়েছেন ভারতের চাকরিরতরা। প্রতিদিনই বাড়ছে এই সংখ্যা। চাকরিরতদের প্রতি ১০ জনের মধ্যে ৬ জনের মনে বাসা বেঁধেছে এই আতঙ্ক। যার জেরে যুব সমাজের মধ্যে হতাশাও গ্রাস করেছে।
বৃহস্পতিবার, ইনডিড ইন্ডিয়া (Indeed India) নামে এক সমীক্ষক ওয়েবসাইট জানিয়েছে, ভারতে প্রায় ৬৫ শতাংশ চাকরিরত চরম হতাশার মধ্যে রয়েছেন। কারণ, তাঁরা নিজেদের (স্বপ্নের) চাকরি নিয়ে আতঙ্কে রয়েছেন।
কাজের বাজারে অনিশ্চয়তা, অর্থনৈতিক ব্যবস্থায় অস্থিরতার জেরে বিপাকে পড়েছেন তাঁরা। অনেকেই তাদের বর্তমান চাকরিতে সম্পূর্ণরূপে মনোযোগ দিতে পারছেন না।
জানা যাচ্ছে, ভারতে অর্ধেকেরও বেশি কর্মচারী (৫৭ শতাংশ) তাঁদের বর্তমান চাকরি নিয়ে উদাসীন বা বিরক্ত। আবার, তাদের মধ্যে ৫০ শতাংশেরও বেশি মানুষ স্কিল ডেভলপমেন্টের মাধ্যমে নতুন সুযোগের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
যারা চাকরি খুঁজছেন, তাঁদের প্রায় ২৮ শতাংশ কাজে স্বাচ্ছন্দ ও নমনীয়তাকে অগ্রাধিকার দিয়েছেন। আবার, ১৯ চাকরিপ্রার্থী এমন চাকরি খুঁজছেন, যেখানে চাকরির সঙ্গে সামাজিক জীবনের একটি ভারসাম্য বজায় থাকে।
ইনডিড ইন্ডিয়া-র বাণিজ্যিক প্রধান শশী কুমার বলেন, ‘এটা স্পষ্ট যে, ২০২৩-এ যেসব চাকরিপ্রার্থী নতুন কাজের জগতে প্রবেশ করবেন, সকলেই নিজেদের মানসিক শান্তি এবং কর্মজীবনের ভারসাম্যকে অগ্রাধিকার দিয়েছেন।’
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন