Badrinath: শেষ চারধাম যাত্রা, বদ্রীনাথ এবং সংলগ্ন এলাকা থেকে দেড় টন বর্জ্য উদ্ধার প্রশাসনের

People's Reporter: প্রশাসন সূত্রে জানা গেছে, এবার চারধাম ও সংলগ্ন এলাকার কাজ পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে ‘পর্যাবরণ মিত্র’।
বদ্রীনাথ ধাম
বদ্রীনাথ ধামছবি - সংগৃহীত
Published on

১৭ নভেম্বর ছিল চলতি মরসুমের চারধাম যাত্রার শেষ দিন। প্রশাসন সূত্রে দাবি, মে মাস থেকে শুরু হওয়া চারধাম যাত্রায় এবার প্রায় ৪৭ লক্ষ পূণ্যার্থীর সমাগম হয়। পূণ্য যাত্রা শেষ হতেই চারধাম ও সংলগ্ন এলাকাগুলো পরিস্কারের কাজ শুরু হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, এবার চারধাম ও সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে ‘পর্যাবরণ মিত্র’। ৫০ জনের একটি দল স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এই কাজ করছে। জানা গেছে, ব্রহ্ম কপাল, অষ্ট পথ, তপ্ত কুণ্ড, মেন বাজার এবং মানা গ্রাম থেকে ইতিমধ্যেই দেড় টন বর্জ্য উদ্ধার হয়েছে। তবে চারধাম থেকে কত পরিমাণ বর্জ্য উদ্ধার হয়েছে, সে বিষয়ে প্রশাসনের তরফ থেকে কিছু জানানো হয়নি।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি চারধামের পরিচ্ছনতার উপর জোর দিয়েছেন। এবার পূণ্যার্থীদের মধ্যেও চারধাম পরিচ্ছন্নতা নিয়ে প্রচার চালিয়েছে উত্তরাখণ্ড প্রশাসন।

চলতি মরসুমে চারধামে পূণ্যার্থীদের সমাগম আগের সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়েছে বলে খবর প্রশাসন সূত্রে। হিসাবে বলছে, এবার ১২ মে থেকে ১৭ নভেম্বর পর্যন্ত বদ্রীনাথেই পূণ্যার্থী হাজির হয়েছিলেন ১৪ লক্ষ ৩৫ হাজার ৩৪১ জন। মরসুমের শেষদিনেই ছিল ১১ হাজার ১৭০ জন পূণ্যার্থী।

অন্যদিকে, এবারের মরসুমে ১০ মে থেকে ৩ নভেম্বরের মধ্যে কেদারনাথে ১৬ লক্ষ ৫২ হাজার ৭৬ জন দর্শনার্থী হাজির হন। যার মধ্যে ১ লক্ষ ২৬ হাজার ৩৯৩ জন দর্শনার্থী হাজির হয়েছিলেন হেলিকপ্টারে গিয়ে।

এছাড়া, গত ১০ অক্টোবর গেট বন্ধ হওয়ার আগে ১ লক্ষ ৮৩ হাজার ৭২২ জন তীর্থযাত্রী শ্রী হেমকুন্ড সাহিব এবং লোকপাল তীর্থ শ্রী লক্ষ্মণ মন্দির পরিদর্শন করেন।

বদ্রীনাথ ধাম
Gautam Adani: সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে ২২৩৭ কোটি ঘুষ! মার্কিন মুলুকে অভিযুক্ত আদানি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in