কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সংবিধানের প্রস্তাবনা থেকে ‘সমাজবাদী’ শব্দ বাদ দেবার চেষ্টার অভিযোগ তুললো রাষ্ট্রীয় জনতা দল। রবিবার এক ট্যুইট বার্তায় কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে চাঞ্চল্যকর এই অভিযোগ এনেছেন আরজেডি নেতা তথা বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব। নিজের বক্তব্যের ট্যুইটের সঙ্গে এদিন তিনি এক ভিডিও-ও পোষ্ট করেছেন।
নিজের পোষ্টে এদিন তেজস্বী বলেন, কেন্দ্রের বিজেপি সরকার কর্তৃক সংবিধান পরিবর্তনের একটি চুরি গতকাল সংসদে ধরা পড়ে, যখন তারা সংবিধানের প্রস্তাবনা থেকে "সমাজবাদী" শব্দটি মুছে ফেলার জন্য সংবিধান সংশোধনী বিল পেশ করে, যা এর আত্মা বলা হয়। কিন্তু আমাদের সজাগ ও সতর্ক সদস্যরা এর তীব্র প্রতিবাদ করেন। পরে এই বিল ফিরিয়ে দেওয়া হয়।
উল্লেখ্য, তেজস্বী যাদব যে সংবিধান (সংশোধনী) বিলের কথা উল্লেখ করেছেন সংসদের শীতকালীন অধিবেশনে সেই বিল এনেছিলেন বিজেপি সাংসদ কে জে আলফানসো। এই প্রাইভেট মেম্বারস বিলের প্রস্তাব অনুযায়ী সংবিধানের প্রস্তাবনা থেকে ‘সমাজবাদী’ (Socialist) শব্দ বাদ দিয়ে ‘ন্যায়সঙ্গত’ (Equitable) করার পক্ষে।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং প্রথমে এই বিল পেশের অনুমতি দিলেও পরে আরজেডি সাংসদ মনোজ ঝা এবং এমডিএমকে-র ভাইকোর বাধায় পরে অনুমতি ফিরিয়ে নেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন