Parliament Session: সংসদের দুই কক্ষেই কৃষকদের ক্ষতিপূরণ, ন্যূনতম সহায়ক মূল্যের দাবীতে নোটিশ

সংসদের উভয় কক্ষে বিরোধীরা সোমবার কৃষি আইন বাতিল করার প্রস্তুতি নেওয়ার সাথে সাথে সরকারের বিরুদ্ধে তার আক্রমণের ধার বাড়াতে চলেছে।
সংসদ
সংসদফাইল ছবি সংগৃহীত
Published on

সংসদের উভয় কক্ষে বিরোধীরা সোমবার কৃষি আইন বাতিল করার প্রস্তুতি নেওয়ার সাথে সাথে সরকারের বিরুদ্ধে তার আক্রমণের ধার বাড়াতে চলেছে। কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলের বেশ কয়েকজন সাংসদ ইতিমধ্যেই সংসদের দুই কক্ষে নোটিশ পাঠিয়েছেন।

লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী প্রশ্নোত্তর স্থগিত করতে এবং এমএসপি ইস্যু নিয়ে আলোচনা করার জন্য একটি মুলতবি নোটিশ জমা দিয়েছেন। নোটিশে চৌধুরী জানিয়েছেন, 'সরকারের উচিত আইনি গ্যারান্টি দিয়ে সমর্থিত সব ফসলের ন্যূনতম সমর্থন মূল্য ঘোষণা করা।'

কংগ্রেস সাংসদ মনীশ তেওয়ারি প্রাণ হারিয়েছেন এমন কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে লোকসভায় মুলতবি প্রস্তাবের জন্য একটি নোটিশ দিয়েছেন। রাজ্যসভায় মানিকম ঠাকুরও একই ধরনের নোটিশ দিয়েছেন।

সিপিআই-এর বিনয় বিশ্বম সংসদে একটি সাসপেনশন অফ বিজনেস নোটিশ দিয়েছেন যাতে খামারের পণ্যের জন্য (MSP) ন্যূনতম সমর্থন মূল্যের আইনি গ্যারান্টি নিশ্চিত করার বিষয়ে আলোচনার দাবি করা হয়।

আম আদমি পার্টির সঞ্জয় সিং একটি সাসপেনশন অফ বিজনেস নোটিশ দিয়েছেন এবং বিধি ২৬৭ এর অধীনে 'কৃষকদের জন্য ন্যূনতম সমর্থন মূল্যের আইনি গ্যারান্টি নিয়ে আলোচনা'র দাবি জানিয়েছেন।

টি আর এস সাংসদ কে কেশব রাও রাজ্যসভায় তেলেঙ্গানার ফসল ক্রয়ের সাসপেনশন অফ বিজনেস নোটিশ দিয়েছেন। তার নোটিশে 'শস্য সংগ্রহ না করা নিয়ে কেন্দ্রীয় সরকারের বৈষম্যমূলক শস্য সংগ্রহ নীতি' নিয়ে আলোচনার দাবি জানানো হয়েছে।

সরকার তিনটি কৃষি আইন বাতিল করার সাংবিধানিক বিধান সম্পূর্ণ করতে সোমবার লোকসভায় 'কৃষি আইন বাতিল বিল, ২০২১' পেশ করবে। কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর নিম্নকক্ষে কৃষি আইন বাতিল বিল, ২০২১ পেশ করবেন।

কৃষি আইন প্রত্যাহার বিল, ২০২১ তিনটি কৃষি আইন বাতিল করবে। ফার্মার্স প্রোডিউস ট্রেড অ্যান্ড কমার্স (প্রোমোশন অ্যান্ড ফেসিলিটেশন) বিল ২০২০, ফার্মার্স (এমপাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন) এগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসুরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিসেস বিল ২০২০ এবং এসেন্সিয়াল কমোডিটিস (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২০ - এই তিন কৃষি আইন বাতিল করা হবে।

সংসদ
Parliament: কৃষক আন্দোলনে হত কৃষকদের ক্ষতিপূরণের দাবী - লোকসভায় মুলতুবি প্রস্তাবের নোটিশ কংগ্রেসের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in