জ্বালানির দামে ছ্যাঁকা লাগছে আমজনতার। দু সপ্তাহেরও কম সময়ের মধ্যে লিটার প্রতি কমপক্ষে ৮ টাকা বাড়লো পেট্রোপণ্যের দাম। গত কয়েকদিনের সাথে সামঞ্জস্য রেখে আজও রাজধানী দিল্লিতে পেট্রোল-ডিজেলের দাম ৮০ পয়সা প্রতি লিটারে বাড়ানো হয়েছে।
আজ দিল্লিতে ১ লিটার পেট্রোলের দাম ১০২.৬১ টাকা থেকে বেড়ে হয়েছে ১০৩.৪১ টাকা এবং ডিজেলের দাম ৯৩.৮৭ টাকা থেকে বেড়ে হয়েছে ৯৪.৬৭ টাকা।
কলকাতায় আজ ১ লিটার পেট্রোলের দাম বেড়েছে ৮৪ পয়সা এবং এক লিটার ডিজেলের দাম বেড়েছে ৮০ পয়সা। আজ সেখানে পেট্রোল ও ডিজেলের লিটার প্রতি দাম যথাক্রমে ১১৩.৩ টাকা এবং ৯৭.৮২ টাকা।
দেশের বাণিজ্যনগরী মুম্বাইতে রবিবার পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১১৮.৪১ এবং ১০২.৪৪ টাকা। গতকাল এখানে পেট্রোল এবং ডিজেলের দাম ছিলো যথাক্রমে ১১৭.৫৭ এবং ১০১.৭৯ টাকা।
চেন্নাইতে লিটার প্রতি ৭৫ পয়সা বেড়ে এদিন পেট্রোলের দাম হয়েছে ১০৮.২১ টাকা এবং লিটার প্রতি ৭৬ পয়সা বেড়ে ডিজেলের দাম হয়েছে ৯৯.০৪ টাকা।
গত বছরের ৪ নভেম্বরের পর দীর্ঘ প্রায় সাড়ে চার মাস দেশে পেট্রোল ডিজেলের দাম বাড়েনি। রাজনৈতিক মহলের মতে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখেই এই সময় দাম বাড়ানো হয়নি। নির্বাচন পর্ব মিটে যাবার পর গত ২২ মার্চ থেকে ফের দেশে দফায় দফায় বাড়ছে পেট্রোল ডিজেলের দাম।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন