কলকাতা ও দিল্লিতেও একশো টাকা ছাড়াল গেল পেট্রোলের দাম। এই প্রথম দেশের চার মেট্রো শহরেই সেঞ্চুরি ছাড়িয়েছে পেট্রোল।
পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর থেকেই দেশে হু-হু বাড়ছে পেট্রোপণ্যের দাম, গত ৪ মে-র পর থেকে এই নিয়ে ৩৬ বার।
দেশের ১৪টি রাজ্যের বিভিন্ন শহর ও কেন্দ্র শাসিত অঞ্চলে পেট্রোলের দাম ১০০ টাকা ছাড়িয়েছে। এই তালিকায় রয়েছে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, জম্মু-কাশ্মীর, ওড়িশা, লাদাখ, পাঞ্জাব, বিহার, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং দিল্লি। এদিন দেশের মেট্রো শহরগুলিতে লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে ৩১ পয়সা থেকে ৩৯ পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে ১৫ থেকে ২৩ পয়সা।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ওয়েবসাইট অনুযায়ী বুধবার কলকাতায় লিটার পিছু ৩৯ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে ১০০.২৩ টাকা। এর আগে দাম ছিলো ৯৯.৮৪ টাকা। ডিজেলের দাম বেড়েছে ২৩ পয়সা। অর্থাৎ এক লিটার ডিজেলের দাম আজ ৯২.৫০ টাকা। ৪ মে-র পর থেকে কলকাতায় এক লিটার পেট্রোলের দাম বেড়েছে মোট ৯.৬১ টাকা এবং ডিজেলের দাম বেড়েছে ৮.৮৯ টাকা।
দেশের বাণিজ্যনগরী মুম্বাইতে পেট্রোলের দাম ১০৬ টাকা ছাড়িয়ে গেছে। আজ সেখানে লিটার পিছু পেট্রোলের দাম বেড়েছে ৩৩ পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে ১৮ পয়সা। অর্থাৎ এক লিটার পেট্রোলের জন্য মুম্বাইবাসীকে আজ দিতে হচ্ছে ১০৬.২৩ টাকা এবং ডিজেলের জন্য দিতে হচ্ছে ৯৭.০৯ টাকাই রয়েছে। গত ২৯ মে দেশের প্রথম মেট্রো শহর হিসেবে মুম্বাইতে পেট্রোলের দাম ১০০ টাকা ছাড়িয়ে যায়।
রাজধানী দিল্লিতে বুধবার লিটার পিছু পেট্রোলের দাম বেড়েছে ৩৫ পয়সা। সেখানে এখন এক লিটার পেট্রোলের নতুন দাম ১০০.২১ টাকা। লিটার প্রতি ১৭ পয়সা বেড়ে ডিজেলের দাম হয়েছে, ৮৯.৫৩ টাকা।
তামিলনাড়ুর রাজধানী চেন্নাইতে লিটার পিছু ৩১ পয়সা বেড়ে এক লিটার পেট্রোলের দাম হয়েছে ১০১.২৬ টাকা। এক লিটার ডিজেলের দাম ১৫ পয়সা বেড়ে হয়েছে ৯৪.০৬ টাকা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন