মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ, মাত্র এক টাকায় পেট্রোল বিক্রি হল দেশের এই শহরে

সংগঠনের সভাপতি মহেশ সর্বগোড়া বলেন, 'আমাদের মতো একটি ছোট সংগঠন যদি ৫০০ মানুষকে স্বস্তি দিতে পারে, তাহলে সরকারও পারবে সাধারণ মানুষকে স্বস্তি দিতে।'
ছবি প্রতীকী
ছবি প্রতীকীসংগৃহীত
Published on

প্রায় প্রতিদিনই বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। দেশের প্রায় সর্বত্রই জ্বালানির দাম লিটার প্রতি একশো টাকা ছাড়িয়ে গেছে। কোথাও কোথাও আবার ১২০টাকার দোরগোড়ায় পৌঁছেছে। পেট্রোল-ডিজেলের দাম কমানোর জন্য এখনও পর্যন্ত রাজ্য বা কেন্দ্রের পক্ষ থেকে কোনও পদক্ষেপ করা হয়নি। তাই এবার জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব উপায়ে সরব হল মহারাষ্ট্র। মাত্র এক টাকায় বিক্রি হল পেট্রোল। ঘটনাস্থল মহারাষ্ট্রের সোলাপুর।

বৃহস্পতিবার ছিল ডঃ বি আর আম্বেদকরের জন্মবার্ষিকী। সেই উপলক্ষে সোলাপুরের একটি পেট্রলপাম্পের পক্ষ থেকে ৫০০ জনকে প্রতি লিটার ১ টাকা দরে পেট্রোল দেওয়া হয়। ডক্টর আম্বেদকর স্টুডেন্টস এবং ইয়ুথ প্যান্থার্স এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের কথা জানাজানি হতেই ভিড় উপচে পড়ে ওই পেট্রোল পাম্পে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ পর্যন্ত মোতায়েন করতে হয়েছিল।

সংগঠনের সভাপতি মহেশ সর্বগোড়া বলেন, 'মুদ্রাস্ফীতি তীব্রভাবে বাড়ছে দেশে। মোদি সরকারের অধীনে পেট্রোলের দাম প্রতি লিটারে ১২০ টাকায় পৌঁছেছে। তাই জনগণকে স্বস্তি দিতে এবং ডঃ বাবাসাহেব আম্বেদকরের জন্মবার্ষিকী উদযাপন করতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এক টাকা দরে পেট্রোল দেওয়া হয়েছে।'

মহেশ আরও বলেন, 'আমাদের মতো একটি ছোট সংগঠন যদি ৫০০ মানুষকে স্বস্তি দিতে পারে, তাহলে সরকারও পারবে সাধারণ মানুষকে স্বস্তি দিতে।'

মাত্র ১ টাকায় পেট্রোল কিনতে পারে ক্রেতারাও বেশ খুশি। এক ক্রেতা জানিয়েছেন, "যেভাবে প্রতিদিন পেট্রোলের দাম নতুন উচ্চতায় পৌঁচ্ছাছে, সেখানে এই দামে পেট্রোল কিনতে পেরে আমি খুব খুশি। কিছুটা হলেও অর্থ সঞ্চয় করতে পারলাম।"

উল্লেখ্য, দেশে জ্বালানির ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির জেরে সরকার কর কমিয়ে স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছিল। তবে সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে সরকারের বর্তমানে সেই মনোভাব নেই। গত বছরের ৪ নভেম্বরের পর দীর্ঘ প্রায় সাড়ে চার মাস দেশে পেট্রোল ডিজেলের দাম বাড়েনি। রাজনৈতিক মহলের মতে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখেই এই সময় দাম বাড়ানো হয়নি। নির্বাচন পর্ব মিটে যাবার পর গত ২২ মার্চ থেকে ফের দেশে দফায় দফায় বাড়ছে পেট্রোল ডিজেলের দাম।

ছবি প্রতীকী
Fuel Price Hike: ১৬ দিনে ১০ টাকা বাড়লো পেট্রোল ডিজেল, দাম বাড়বে সব কিছুর - আশংকা সাধারণ মানুষের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in