গতকালের পর আজও দেশজুড়ে দাম বাড়লো পেট্রোল-ডিজেলের। কলকাতা সহ গোটা দেশে পেট্রোল-ডিজেলের দাম সর্বকালীন রেকর্ড ছুঁয়েছে। রাজ্যের প্রতিটি জেলাতেই ডিজেলের দাম ১০০ টাকা ছাড়িয়েছে।
শুক্রবার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ঘোষণা অনুসারে দিল্লিতে লিটার পিছু ৩৫ পয়সা বেড়ে পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১০৮.৬৪ টাকা। ডিজেলের ক্ষেত্রে লিটার পিছু ৩৫ পয়সা বেড়ে এদিন দাম ৯৭.৩৭ টাকা।
দেশের বাণিজ্য রাজধানী বলে কথিত মুম্বাইতে এদিনের বৃদ্ধির পর পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১১৪.৪৭ টাকা ও ১০৫.৪৯ টাকা প্রতি লিটার।
কলকাতায় লিটার পিছু ৩৪ পয়সা বেড়ে এদিন পেট্রোলের দাম ১০৯.১২ টাকা এবং লিটার পিছু ৩৫ পয়সা বেড়ে ডিজেলের দাম ১০০.৪৯ টাকা।
চেন্নাইতে পেট্রোলের দাম বেড়েছে প্রতি লিটারে ৩০ পয়সা। এদিন চেন্নাইতে প্রতি লিটার পেট্রোলের দাম ১০৫.৪৩ এবং ডিজেলের দাম লিটারে ৩৪ পয়সা বেড়ে ১০১.৫৯ টাকা।
দেশের মধ্যে জ্বালানি তেলের দাম সবথেকে বেশি রাজস্থানের শ্রী গঙ্গানগরে। আজকের দাম বৃদ্ধির পর সেখানে এক লিটার পেট্রোলের দাম ১২০.৮৯ টাকা এবং এক লিটার ডিজেলের দাম ১১১.৭৭ টাকা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন