Petroleum Price Hike: মুম্বাইয়ে ১১৬ টাকা ছুঁতে চললো পেট্রোল, অপরিবর্তিত ডিজেল

কলকাতায় লিটার পিছু ৩৪ পয়সা বেড়ে পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১১০.৪৯ টাকা। ডিজেল পাওয়া যাচ্ছে ১০১.৫৬ টাকাতেই।
Petroleum Price Hike: মুম্বাইয়ে ১১৬ টাকা ছুঁতে চললো পেট্রোল, অপরিবর্তিত ডিজেল
প্রতীকী ছবি
Published on

দেশে আরও মহার্ঘ্য হলো পেট্রোল। টানা সাতদিন‌ বাড়লো‌ পেট্রোলের দাম। তবে একটানা ছ'দিন বাড়ার পর আজ অপরিবর্তিত রয়েছে ডিজেলের দাম। উৎসবের মরশুমে পেট্রোপণ‍্যের এই লাগাতার মূল‍্যবৃদ্ধিতে আমজনতার মাথায় হাত।

ইন্ডিয়ান অয়েলের ঘোষণা অনুযায়ী আজ অর্থাৎ ২ নভেম্বর কলকাতায় লিটার পিছু ৩৪ পয়সা বেড়ে পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১১০.৪৯ টাকা। ডিজেল পাওয়া যাচ্ছে ১০১.৫৬ টাকাতেই।

এদিন রাজধানী দিল্লিতে লিটার পিছু পেট্রোলের দাম ৩৫ পয়সা বেড়ে হয়েছে ১১০.০৪ টাকা। ডিজেল পাওয়া যাচ্ছে আগের দামেই, ৯৮.৪২ টাকায়।

মুম্বাইতে লিটার পিছু ৩৫ পয়সা বেড়ে পেট্রোলের নতুন দাম ১১৫.৮৫ টাকা। অপরিবর্তিত রয়েছে ডিজেলের দাম। অর্থাৎ ১০৬.৬২ টাকাতেই পাওয়া যায় এক লিটার ডিজেল।

চেন্নাইতে লিটার পিছু ৩১ পয়সা বেড়ে পেট্রোলের দাম ১০৬.৬৬ টাকা। ডিজেলের দাম রয়েছে ১০২.৫৯ টাকাতেই।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in