২২ মার্চ থেকে পেট্রোল ডিজেলের যে দাম বৃদ্ধি শুরু হয়েছে মাঝে দু’দিন বিরতি ছাড়া দাম বেড়েছে প্রতিদিন। এখনও পর্যন্ত শেষ বারো দিনে দশ বার দাম বেড়েছে পেট্রোপণ্যের। এই দশদিনে পেট্রোল এবং ডিজেলের প্রতি লিটারে মোট দাম বেড়েছে ৭.২০ পয়সা। শনিবার সকালে দেশ জুড়ে পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ানো হয়েছে ৮০ পয়সা প্রতি লিটার।
শনিবারের দাম বৃদ্ধির পর শহর কলকাতায় পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১১২.১৯ পয়সা প্রতি লিটার। ডিজেলের দাম ৯৭.০২।
রাজধানী শহর নয়াদিল্লীতে এদিন পেট্রোলের লিটার পিছু দাম ১০২.৬১। ডিজেলের দাম ৯৩.৮৭ পয়সা।
দেশের বাণিজ্য নগরী মুম্বাইতে শনিবার পেট্রোলের দাম ১১৭.৫৭। ডিজেলের দাম ১০১.৭৯।
চেন্নাইতে আজ পেট্রোলের দাম ১০৮.২১ এবং ডিজেলের দাম ৯৮.২৮ পয়সা।
দেশের অন্যান্য শহরের মধ্যে বাঙ্গালোরে আজ পেট্রোলের দাম ১০৮.১৪, ভুবনেশ্বরে ১০৯.৫০, হায়দারাবাদে ১১৬.৩৩, জয়পুরে ১১৪.৫৫, পাটনাতে ১১৩.৬৬ এবং ত্রিবান্দ্রমে ১১৪.৩০ পয়সা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন