লোকসভা ভোটের আগে আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের বিশেষ উপহার দিলেন প্রধানমন্ত্রী মোদী। রান্নার গ্যাসের প্রতি সিলিন্ডারে ১০০ টাকা দাম কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে (অতীতে টুইটার হিসেবে পরিচিত ছিল) পোষ্ট করে ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী এদিন তাঁর এক্স হ্যান্ডলে রান্নার গ্যাসের দাম কমানোর কেন্দ্রীয় সিদ্ধান্তের কথা জানিয়ে লিখেছেন, ‘‘এই উল্লেখযোগ্য সিদ্ধান্ত সারা দেশে লক্ষ লক্ষ পরিবারের আর্থিক বোঝা কমিয়ে দেবে। বিশেষ ভাবে আমাদের নারী শক্তিকে উপকৃত করবে৷ রান্নার গ্যাসকে আরও সাশ্রয়ী করার মাধ্যমে, আমরা পরিবারের কল্যাণের পাশাপাশি একটি স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার লক্ষ্য স্থির করেছি।’’
মোদী আরও লিখেছেন, ‘‘এই সিদ্ধান্ত নারীর ক্ষমতায়ন এবং তাঁদের জন্য সহজতর জীবনযাত্রা নিশ্চিত করতে আমাদের প্রতিশ্রুতির অনুসারী।’’ জানা গেছে, রান্নার গ্যাসের এই নয়া দাম শুক্রবার রাত ১২ টার পর থেকে কার্যকর হবে।
উল্লেখ্য, ২০২৩ সালের আগষ্ট মাসে পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের আগে গ্যাসের দাম কমিয়েছিল কেন্দ্র। সেসময় রান্নার গ্যাসের দাম কমেছিল সিলিন্ডার প্রতি ২০০ টাকা। তা ৯০০ টাকায় নেমেছিল। এ বার, আরও ১০০ টাকা দাম কমল। অর্থাৎ উজ্জ্বলা গ্রাহক নন যাঁরা, তাঁরা ৮০০ টাকায় একটি এলপিজি সিলিন্ডার পাবেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন