উত্তরপ্রদেশ-দিল্লি সীমান্তে আটকানো হলো কৃষকদের মিছিল। সংসদ ভবন অভিযানের উদ্দেশ্যে মিছিল করলেও নিরাপত্তার কারণে আগেই কৃষকদের আটকে দিল পুলিশ। পুলিশি বাধার মুখে পড়েন কৃষকরা। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে ১৪৪ ধারা জারি থাকার কারণে মিছিল নিয়ে এগোতে পারবেন না কৃষকরা।
একাধিক দাবি নিয়ে উত্তরপ্রদেশ থেকে দিল্লির সংসদ ভবনের উদ্দেশ্যে মিছিল করছিলেন কৃষকরা। পূর্ব ঘোষিত ছিল এই কর্মসূচী। উত্তরপ্রদেশের নয়ডা এবং গ্রেটার নয়ডার ১৫০টির বেশি গ্রাম থেকে কৃষকরা ঐক্যবদ্ধ হয়ে সংসদ ভবন ঘেরাও-র ডাক দিয়ে মিছিল শুরু করেন। কিন্তু দিল্লি সীমান্তে আসতেই বাধার মুখে পড়তে হয় তাঁদের।
ভারতীয় কিষাণ পরিষদের নেতা সুখবীর খলিফার নেতৃত্বে বিক্ষোভ দেখান কৃষকরা। তিনি বলেন, কয়েক মাস ধরেই কৃষকরা এনটিপিসি দাদরিতে বিক্ষোভ দেখাচ্ছেন। প্রশাসনের সাথে একাধিকবার আলোচনাও করা হয়েছিল। কৃষকদের সমস্ত দাবি শুনেও কোনো সুরাহা করেনি প্রশাসন। অবিলম্বে সমস্ত দাবি পূরণ করতে হবে।
মিছিল আটকানোর জন্য প্রশাসনের তরফ থেকে জল কামান, বুলডোজার, ক্রেন এবং র্যাফ প্রস্তুত রাখা হয়। প্রশাসন জানায়, একদিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। তাই মিছিল নিয়ে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। যার কারণে সীমান্ত সংলগ্ন অঞ্চলে ব্যাপক জানজট হয়েছে। প্রশাসনের তরফ থেকে বিকল্প পথের কথাও বলা হচ্ছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন