রাষ্ট্রপতি নির্বাচনে NDA জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)-কে সমর্থনের কথা ঘোষণা করেছেন বহুজন সমাজ পার্টি (BSP)-র সুপ্রিমো তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী (Mayawati)।
শনিবার, ঝাড়খণ্ডের রাজ্যপাল তথা বিজেপি নেত্রী দ্রৌপদীকে সমর্থনের কারণ হিসাবে মায়াবতী বলেন, 'আদিবাসী সমাজ বরাবরই আমাদের আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে একজন যোগ্য আদিবাসী মহিলা হিসাবে দ্রৌপদী মুর্মুকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে BSP। এই সিদ্ধান্তের সঙ্গে বিরোধী ইউপিএ (UPA) জোটের বিরুদ্ধে গিয়ে বিজেপি বা এনডিএ (NDA) জোটকে সমর্থনের কোনও সম্পর্ক নেই।'
একইসঙ্গে, রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী বাছাইয়ের আলোচনায় তাঁকে বাইরে রাখার জন্য বিরোধী দলগুলির সমালোচনা করেন মায়াবতী। তিনি অভিযোগ করেন, '১৫ জুন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বাছাইকৃত কয়েকটি দলকে বৈঠকে ডেকেছিলেন। ২১ জুন, শরদ পওয়ারও (Sharad Pawar) আমাদের আলোচনার জন্য ডাকেননি। আসলে বিরোধীরা শুধু সহমতের ভিত্তিতে প্রার্থী দেওয়ার নাটক করেছে।'
মায়াবতী বলেন, 'যেহেতু বিরোধীরা তাঁর দলের বিরুদ্ধে বর্ণবাদী মানসিকতা নিয়ে চলছে, তাই রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে BSP স্বাধীন।'
কংগ্রেস, এনসিপি (NCP), তৃণমূল কংগ্রেস (AITC), সিপিআই (এম) সহ একাধিক বিরোধী দল একত্রে রাষ্ট্রপতি প্রার্থী হিসাবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা'র নাম ঘোষণা করেছে।
মায়াবতী বলেন, 'বিএসপিই একমাত্র জাতীয় দল যার নেতৃত্ব দলিতদের সঙ্গে রয়েছে। বিএসপি NDA বা UPA-এর অনুসারী নয়। আমাদের দল কোনও বড় পুঁজিপতিদের দাস নয়। দেশের স্বার্থে, বিশেষ করে দরিদ্র, শ্রমিক, বেকার, দলিত, আদিবাসী, সংখ্যালঘু এবং অন্যান্য প্রান্তিক শ্রেণীর স্বার্থে সিদ্ধান্ত নিতে BSP নির্ভীক।'
বহুজন সমাজ পার্টির প্রধান এদিন বলেন, 'যদি কোন বিরোধী দল বা সরকার জাতীয় জাতি বা শ্রেণির মানুষের স্বার্থে সঠিক সিদ্ধান্ত নেয়, তখন আমাদের দল কোনও দ্বিধা, চাপ বা ভয় ছাড়াই সেই দলকে সমর্থন করি। এতে আমাদের যতই ক্ষতি সইতে হোক না কেন।'
উত্তরপ্রদেশ বিধানসভায় BSP-র একজন বিধায়ক এবং লোকসভায় ১০ জন সাংসদ আছেন। এদের সকলেই রাষ্ট্রপতি নির্বাচনে NDA জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মুকে ভোট দিতে চলেছেন।
এর আগে, গত শুক্রবারই ভোলবদল করছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সোরেন। ২১ জুন বিরোধীদের প্রার্থী ঘোষণার সময় হেমন্ত সোরেন আশ্বাস দিয়েছিলেন যে তিনি যশবন্ত সিনহাকে সমর্থন করবেন। কিন্তু, বিজেপি দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করার পর তিনি দলের অবস্থান পরিবর্তন করেছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন