‘অবসাদ, আত্মহত্যা হাসি ঠাট্টার জিনিস নয়’- এই ভাষাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।
টুইটারে ওয়েনাডের প্রাক্তন কংগ্রেস সাংসদ রাহুল লিখেছেন, প্রধানমন্ত্রী আত্মহত্যা নিয়ে রসিকতা করেছেন। আত্মহত্যার বিষয়ে কেউ কীভাবে এতটা সংবেদনশীল হতে পারে? সরকারী পরিসংখ্যান দেখায় যে ২০২১ সালে ১.৬৪ লক্ষেরও বেশি ভারতীয় আত্মহত্যা করে মারা গেছেন। আমাদের দেশে প্রতিদিন ৪৫০ জন মানুষ আত্মহত্যা করে মারা যাচ্ছে, আর এটি প্রধানমন্ত্রীর জন্য একটি 'হাসি ঠাট্টার' হয়ে দাঁড়িয়েছে!’
অন্যদিকে, টুইটারে প্রিয়াঙ্কা গান্ধী লিখেছেন, ‘অবসাদ ও আত্মহত্যা বিশেষত যুবকদের মধ্যে কোনও হাসি ঠাট্টার জিনিস নয়। এনসিআরবি (NCRB)-র তথ্য অনুসারে, ২০২১ সালে আত্মহত্যা করেছেন এক লক্ষ ৬৪ হাজার ৩৩ জন ভারতীয়। তার মধ্যে একটি বড় অংশ ৩০ বছর বয়সের নিচে। এটি দুঃখের ঘটনা। কোনও মজা ঠাট্টার বিষয় নয়।’
প্রিয়ঙ্কা আরও বলেন, 'প্রধানমন্ত্রী নিজে এবং প্রধানমন্ত্রীর কথা শুনে যাঁরা হো হো করে হাসলেন, তাঁরা বরং নিজেদের একটু শিক্ষিত করুন। মানসিক স্বাস্থ্য নিয়ে অসংবেদনশীল, অসুস্থ মশকরা না করে সচেতনতা বাড়ান।'
প্রসঙ্গত, গত বুধবার এক টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেই চ্যানেলের সম্পাদকের হিন্দি উচ্চারণ ও বলার দক্ষতা নিয়ে মন্তব্য করতে গিয়ে- চুটকি হিসাবে একটি সুইসাইড নোটের কথা তুলে ধরেন তিনি। মোদী বলেন, এক অধ্যাপকের মেয়ে সুইসাইড নোট লিখে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। সেই নোট যখন অধ্যাপক বাবার চোখে পড়ল, তিনি বানান ভুল ধরতে ব্যস্ত রইলেন।
মোদীর এই চুটকি-সহ গোটা বক্তৃতাটিই টেলিভিশনে সম্প্রচারিত হয়। আর, সেই ভিডিও পোষ্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের সমালোচনা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন