পাঞ্জাবে দলের মধ্যে বিরোধ নিয়ে আলোচনা করতে বিধায়কদের দাবিতে আজ বিকেলে রাজ্য পরিষদীয় দলের জরুরি বৈঠক ডাকা হয়েছে। বেশ কয়েকজন বিধায়ক এআইসিসির কাছে দ্রুত বৈঠক ডাকার অনুরোধ জানিয়েছিলেন। সেই মতো পঞ্জাব প্রদেশ কংগ্রেস দফতরে শনিবার বিকেল ৫টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।
পঞ্জাব কংগ্রেসের ভারপ্রাপ্ত হরিশ রাওয়াত টুইট করে জানিয়েছেন, এআইসিসির নির্দেশ মতো ডাকা বৈঠকে সব বিধায়ককে হাজির থাকার অনুরোধ করা হয়েছে।
নভজ্যোত সিং সিধুও টুইট করে এ কথা জানিয়েছেন। এদিনের বৈঠকে মীমাংসা সূত্র খুঁজে বের করতে পর্যবেক্ষক পাঠাতে পারে এআইসিসি।
প্রদেশ সভাপতি সিধুর ঘনিষ্ঠ পারগত সিং এবং তৃপ্ত সিং বাজওয়া মূলত এই বৈঠকের উদ্যোক্তা। বিধায়কদের দাবি, দিল্লী থেকে দুজন নিরপেক্ষ পর্যবেক্ষক পাঠানো হোক। যাঁদের কাছে তাঁরা তাঁদের ক্ষোভের বিষয় জানাতে পারেন।
হরিশ রাওয়াত বৃহস্পতিবার সোনিয়া গান্ধী ও প্রিয়ংকা গান্ধী বঢরার সঙ্গে দেখা করেছিলেন। জানা গেছে, তাঁকে বলা হয়েছে ক্ষুব্ধ বিধায়কদের সঙ্গে কথা বলে বিষয়টি মিটিয়ে দিতে। রাওয়াত প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতাদের সঙ্গেও কথা বলেছেন।
- with inputs from IANS
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন