আচমকাই ইস্তফা দিলেন পাঞ্জাবের রাজ্যপাল বানওয়ারি লাল পুরোহিত। শনিবারই এই খবর জানান তিনি। ইস্তফা পত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন তিনি। তবে শুধুমাত্র ব্যক্তিগত কারণ নাকি এর পেছনো অন্য কোনো বিষয় আছে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। ২০২১ সালের ৩১ আগস্ট পাঞ্জাবের রাজ্যপাল পদে বসেছিলেন তিনি।
পাঞ্জাবের রাজ্যপাল পদের পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের প্রশাসক পদেও ছিলেন বানওয়ারি লাল। উভয় পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো নিজের পদত্যাগ পত্রে তিনি লেখেন, "ব্যক্তিগত কারণ এবং কিছু অন্যান্য দায়বদ্ধতার কারণে আমি পাঞ্জাবের রাজ্যপাল এবং চণ্ডীগড়ের প্রশাসক পদ থেকে পদত্যাগ করছি। অনুগ্রহ করে এই পত্রটি গ্রহণ করুন।"
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সাথে একাধিক বিষয় নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন বানওয়ারি লাল। বহুবার মত পার্থক্য দেখা দেয় তাঁদের মধ্যে। অনেকের মতে এটি পদত্যাগের অন্যতম কারণ হলেও হতে পারে।
উল্লেখ্য, পাঞ্জাবের রাজ্যপালের আগে তামিলনাড়ু ও আসামের রাজ্যপাল (২০১৬) পদেও দায়িত্ব পালন করেছিলেন বানওয়ারি লাল। কংগ্রেস এবং বিজেপির হয়েও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
১৯৯১ সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বানওয়ারি লাল। সেই বছরই বিজেপির টিকিটে অযোধ্যা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু হারতে হয়েছিল তাঁকে। পরে ১৯৯৬ সালের লোকসভা নির্বাচনে পুনরায় বিজেপির টিকিটে লড়ে জয়ী হয়েছিলেন তিনি। তারপর ভোটের ময়দানে আর জয়ের মুখ দেখেননি বানওয়ারি লাল পুরোহিত।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন