প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদবী নিয়ে করা মন্তব্য মামলায় দোষী সাব্যস্ত করা হলো কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। তাঁকে ২ বছরের কারাদণ্ডের সাজা শোনাল গুজরাটের সুরাতের একটি আদালত। তবে কংগ্রেস নেতার জামিনও মঞ্জুর করেছেন বিচারপতি। কারাদণ্ডের নির্দেশের বিরুদ্ধে আপিল করার জন্য তাঁর সাজা ৩০ দিনের জন্য স্থগিত করা হয়েছে।
২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে কর্ণাটকের কোলারে একটি সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে গিয়ে ঋণ খেলাপিতে অভিযুক্ত পলাতক ব্যবসায়ী ললিত মোদী এবং নীরব মোদীর নাম ব্যবহার করে রাহুল গান্ধী বলেন, "সব চোরদের 'পদবী' মোদী কেন হয়?"
রাহুল গান্ধীর এই মন্তব্যের প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন গুজরাটের বিজেপি বিধায়ক পূর্নেশ মোদী। সেই মামলায় আজ সুরাটের এক আদালত রাহুল গান্ধীকে ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ এবং ৫০০ ধারার অধীনে দোষী সাব্যস্ত করলো। এই ধারার অধীনে সর্বাধিক ২ বছরের কারাদণ্ডাদেশ হতে পারে।
মামলার শুনানির জন্য গতকালই সুরাটে আসেন ওয়াইনাডের সাংসদ। গুজরাটের শীর্ষ কংগ্রেস নেতারা তাঁকে স্বাগত জানান। আজ মামলা চলাকালীন রাহুল গান্ধীকে সমর্থন প্রদর্শনের জন্য দলীয় সমর্থকরা গুজরাটের একাধিক জায়গায় সমাবেশ করেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন