গান্ধী পরিবারের দুই সন্তান রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। একজন দীর্ঘদিন ধরে ভোটের ময়দানে লড়ছেন অন্যজন এই প্রথম নির্বাচনী ময়দানে নেমেছেন। কেরালার ওয়াইনাড লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। নির্বাচনী হলফনামায় নিজের স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ তুলে ধরেছেন তিনি। দাদা রাহুল গান্ধীর থেকে কম যান না তিনি। তা হলফনামায় স্পষ্ট।
২০২৪ লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী কেরালার ওয়াইনাড এবং উত্তরপ্রদেশের রায়বেরিলী আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই সময় নির্বাচন কমিশনের কাছে জমা করা হলফনামায় নিজের স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ তুলে ধরেছিলেন তিনি। যেখানে দেখা যায় রাহুল গান্ধীর স্থাবর ও অস্থাবর সম্পত্তি মিলিয়ে ২০ কোটি টাকার বেশি সম্পত্তি রয়েছে।
হলফনামায় রাহুল দেখান তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৯ কোটি ২৪ লক্ষ ৫৯ হাজার ২৬৪ টাকার। যার মধ্যে রয়েছে দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট (২৬ লক্ষ ২৫ হাজার ১৫৭ টাকা) বিভিন্ন বন্ড এবং কোম্পানির শেয়ার (৮ কোটি ৩২ লক্ষ ৫ হাজার ৮৩১ টাকা), পিপিএফ অ্যাকাউন্ট (৬১ লক্ষ ৫২ হাজার ৪২৬ টাকা), সোনা এবং অন্যান্য অলঙ্কার (আনুমানিক ৪ লক্ষ ২০ হাজার ৮৫০ টাকার)।
কংগ্রেস সাংসদ স্থাবর সম্পত্তির পরিমাণ দেখান ১১ কোটি ১৫ লক্ষ ২ হাজার ৫৯৮ টাকার। যার মধ্যে আছে ২ কোটি ১০ লক্ষ ১৩ হাজার ৫৯৮ টাকার কৃষি জমি। এটি প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধীর যৌথ মালিকানাধীন। এছাড়া কমার্শিয়াল বিল্ডিং আছে যার আনুমানিক বাজার মূল্য ৯ কোটি ৪ লক্ষ ৮৯ হাজার টাকা।
পাশাপাশি হলফনামায় বিভিন্ন বর্ষে নিজের আয় তুলে ধরেন রাহুল। ২০২২-২৩ অর্থবর্ষে তাঁর আয় ছিল ১ কোটি ২ লক্ষ ৭৮ হাজার ৬৮০ টাকা, ২০২১-২২ অর্থবর্ষে কংগ্রেস সাংসদের আয় ছিল ১ কোটি ৩১ লক্ষ ৪ হাজার ৯৭০ টাকা, ২০২০-২১ অর্থবর্ষে রাহুলের আয় ছিল ১ কোটি ২৯ লক্ষ ৩১ হাজার ১১০ টাকা, ২০১৯-২০ অর্থবর্ষে ১ কোটি ২১ অক্ষ ৫৪ হাজার ৪৭০ টাকা এবং ২০১৮-১৯ অর্থবর্ষে আয় ছিল ১ কোটি ২০ লক্ষ ৩৭ হাজার ৭০০ টাকা।
বোন প্রিয়াঙ্কারও কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে। প্রায় ১২ কোটি টাকার সম্পত্তি রয়েছে তাঁর। নির্বাচন কমিশনের দেওয়া তথ্যে দেখা যাচ্ছে, হলফনামায় প্রিয়াঙ্কা নিজের অস্থাবর সম্পত্তি দেখিয়েছেন ৪ কোটি ২৪ লক্ষ ৭৮ হাজার ৬৮৯ টাকার। এই অস্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মিউচুয়্যাল ফান্ড, পিপিএফ অ্যাকাউন্ট, স্বামীর উপহার দেওয়া ৮ লক্ষ টাকার হোন্ডা সিআরভি গাড়ি, ১ কোটি ১৫ লক্ষ ৭৯ হাজার ৬৫ টাকার সোনার গয়না রয়েছে। হাতে নগদ রয়েছে ৫২ হাজার টাকা।
এছাড়া ৭ কোটি ৭৪ লক্ষ ১২ হাজার ৫৯৮ টাকার স্থাবর সম্পত্তির উল্লেখ করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। যার মধ্যে আছে হিমাচল প্রদেশের সিমলার একটি বাড়ি। এটির আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ৬৩ লক্ষ ৯৯ হাজার টাকা। দিল্লির মেহরৌলি এলাকার সুলতানপুর গ্রামে কৃষিজমি এবং ফার্ম হাউসে অংশীদারি রয়েছে তাঁর। যার আনুমানিক মূল্য ২ কোটি ১০ লক্ষ ১৩ হাজার ৫৯৮ টাকা।
হলফনামায় তিনি আরও জানান, ২০২৩-২৪ অর্থবর্ষে তাঁর আয় হয়েছে ৪৬ লক্ষ ৩৯ হাজার ১০০ টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে আয়ের পরিমাণ ছিল ৪৭ লক্ষ ২১ হাজার ৮২০ টাকা। ২০২১-২২ অর্থবর্ষে আয় হয়েছে ৪৫ লক্ষ ৫৬ হাআর ৯৪০, ২০২০-২১ অর্থবর্ষে আয়ের পরিমাণ ১৯ লক্ষ ৮৯ হাজার ৪২০ টাকা এবং ২০১৯-২০ অর্থবর্ষে প্রিয়াঙ্কা গান্ধীর আয় হয়েছে ৬৯ লক্ষ ৩১ হাজার ৬৬০ টাকা।
বোন প্রিয়াঙ্কার স্থাবর এবং অস্থাবর মিলিয়ে মোট সম্পত্তি প্রায় ১২ কোটি টাকার। দাদা রাহুলের মোট সম্পত্তি ২০ কোটি টাকারও বেশি। অর্থাৎ প্রিয়াঙ্কা গান্ধীর থেকে রাহুল গান্ধীর সম্পত্তি প্রায় ৮ কোটি টাকা বেশি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন