Wayanad: ভূমিধসে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারকে বাড়ি নির্মাণ করে দেবে কংগ্রেস - রাহুল গান্ধী

People's Reporter: শুক্রবার ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন তাঁরা। এরপর আবেগপ্রবণ হয়ে রাহুল বলেন, ‘‘আমার কাছে পিতার মৃত্যুর চেয়েও বেদনাদায়ক এই ঘটনা।’’
ওয়াইনাডে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বঢরা
ওয়াইনাডে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বঢরা ছবি - কংগ্রেসের এক্স হ্যান্ডেল
Published on

কেরালার ওয়াইনাডে ভূমিধসে ক্ষতিগ্রস্ত একশ'র বেশি পরিবারের নতুন বাড়ি নির্মাণ করে দেবে কংগ্রেস। শুক্রবার এমনটাই ঘোষণা করলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ওয়াইনাডের প্রাক্তন সাংসদ বলেন, "কংগ্রেস ১০০-র বেশি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য বাড়ি তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা যে কোনও উপায়ে আপনাদের সমর্থন করতে এখানে সর্বদা প্রস্তুত আছি।"

শুক্রবার ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। এরপর রাহুল বলেন, ‘‘কেরালা কখনও এত বড় বিপর্যয় দেখেনি। তিনটি বড় ভূমিধসের ঘটনায় ২৭৫ জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন। বহু মানুষ গৃহহারা হয়েছেন।’’

রাহুল আরও জানান, ‘‘বৃহস্পতিবার থেকে ধারাবাহিক ভাবে আমরা ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে গিয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশাপাশি স্থানীয় প্রশাসন এবং পঞ্চায়েতের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি।"

প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই ভারি বৃষ্টি হচ্ছে কেরালার ওয়াইনাডে। মঙ্গলবার ভোরে ওই এলাকায় আচমকাই ধস নামে এবং গ্রামগুলিতে জল ঢুকতে শুরু করে। জলের স্রোতে ভেসে যায় একাধিক বাড়ি গাড়ি। এই ধসের কারণে সব থেকে বেশি ক্ষতি হয় মুন্ডক্কাই, চুরারমালা, আত্তামালা এবং নুলপুঝা গ্রামগুলি।

বৃহস্পতিবার ওয়াইনাডে যান প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। এরপর আবেগপ্রবণ হয়ে রাহুল বলেন, ‘‘আমার কাছে পিতার মৃত্যুর চেয়েও বেদনাদায়ক এই ঘটনা।’’

ওয়াইনাডে ভূমিধসে ব্যাপক ক্ষতি হয়েছে। এখনও পর্যন্ত ৩০০-র বেশি মৃতদেহ উদ্ধার হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি। সেনাবাহিনী, নৌবাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এর ১৬০০ কর্মী উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে লাগাতার বৃষ্টির ফলে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

ওয়াইনাডে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বঢরা
Manu Bhaker: ২ দিনের মধ্যে ভাঙা হবে বাড়ি! সরকারি নোটিশ পেয়েই অলিম্পিক ছেড়ে দেশে ফিরলেন মনুদের কোচ
ওয়াইনাডে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বঢরা
‘চক্রব্যূহ’ মন্তব্যের কারণে রাহুলের বিরুদ্ধে ইডি অভিযানের পরিকল্পনা! দাবি খোদ বিরোধী দলনেতারই

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in