Rahul Gandhi: শেল কোম্পানীতে ২০ হাজার কোটি টাকা কার? - আদানি ইস্যুতে ফের সরব রাহুল গান্ধী

বিচার বিভাগকে চাপ দেওয়ার জন্য BJPর অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, তিনি বলেন, "আপনারা কেন জিজ্ঞাসা করছেন যে BJP কী বলছে... একমাত্র প্রশ্ন হল কার ২০ হাজার কোটি টাকা আদানি শেল কোম্পানিগুলিতে রয়েছে।"
রাহুল গান্ধী
রাহুল গান্ধীফাইল ছবি, রাহুল গান্ধীর ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

সুরাটের দায়রা আদালতে জামিনের মেয়াদ বাড়ানোর একদিন পরে, রাহুল গান্ধী মঙ্গলবার আবারও আদানি কোম্পানিতে অর্থের যোগান নিয়ে প্রশ্ন তুললেন।

মঙ্গলবার সকালে রাহুল গান্ধী কেন্দ্রীয় নির্বাচন কমিটির (সিইসি) সভার জন্য কংগ্রেস অফিসে পৌঁছেছেন। এদিনই কর্ণাটক বিধানসভা নির্বাচনের জন্য অবশিষ্ট ১০০ প্রার্থীর নাম চূড়ান্ত করা হবে।

বিচার বিভাগকে চাপ দেওয়ার জন্য বিজেপির অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, তিনি বলেন, "আপনারা কেন জিজ্ঞাসা করছেন যে বিজেপি কী বলছে... একমাত্র প্রশ্ন হল কার ২০ হাজার কোটি টাকা আদানি শেল কোম্পানিগুলিতে রয়েছে।"

উল্লেখ্য, সোমবারই সুরাটের আদালতে এক ফৌজদারি মানহানির মামলায় জামিনের মেয়াদ বেড়েছে রাহুল গান্ধীর। গত ২৩ মার্চ এই মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং সাজা দেওয়া হয়। যার জেরে তাঁর সাংসদপদ খারিজ হয়ে যায়। যে ঘটনার পর রাহুল গান্ধী বলেন, এই সংগ্রামে তাঁর একমাত্র অস্ত্র "সত্য"।

সাংসদপদ খারিজ হয়ে যাবার পর হিন্দিতে একাধিক ট্যুইট বার্তায় রাহুল গান্ধী জানিয়েছিলেন, "মিত্র কাল" এর বিরুদ্ধে এটি তাঁর "গণতন্ত্র বাঁচানোর লড়াই" এবং "এই সংগ্রামে সত্যই আমার অস্ত্র এবং সত্যই আমার আশ্রয়"।

আরও পড়ুন

রাহুল গান্ধী
প্রায় ১৫০০ কোটির বিনিময়ে দেশের আরও এক বন্দর অধিগ্রহণ আদানি গ্রুপের
রাহুল গান্ধী
'মোদী পদবি' মামলায় সাময়িক স্বস্তিতে রাহুল গান্ধী, পরবর্তী শুনানি ১৩ এপ্রিল

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in