মোদী পদবী নিয়ে আপত্তিকর মন্তব্য মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁকে ২ বছরের জেলের সাজা শুনিয়েছে গুজরাটের সুরাতের একটি আদালত। সাজা শোনার কিছুক্ষণের মধ্যেই নিজের টুইটারে মহাত্মা গান্ধীর একটি বাণী উদ্ধৃত করলেন তিনি।
টুইটারে হিন্দি ভাষায় প্রাক্তন কংগ্রেস সভাপতি লেখেন, "আমার ধর্ম সত্য ও অহিংসার উপর আধারিত। সত্যই আমার ঈশ্বর। অহিংসার মধ্য দিয়েই তাকে পাওয়া যায়।"
২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে কর্ণাটকের কোলারে একটি সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে গিয়ে ঋণ খেলাপিতে অভিযুক্ত পলাতক ব্যবসায়ী ললিত মোদী এবং নীরব মোদীর নাম ব্যবহার করে রাহুল গান্ধী বলেন, "সব চোরদের 'পদবী' মোদী কেন হয়?"
রাহুল গান্ধীর এই মন্তব্যের প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন গুজরাটের বিজেপি বিধায়ক পূর্নেশ মোদী। সেই মামলায় আজ সুরাটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এইচ বর্মা ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ এবং ৫০০ ধারার অধীনে রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করেন। তবে কংগ্রেস নেতার জামিনও মঞ্জুর করেছেন বিচারপতি। কারাদণ্ডের নির্দেশের বিরুদ্ধে আপিল করার জন্য তাঁর সাজা ৩০ দিনের জন্য স্থগিত করা হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন