সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধী। সোমবার লোকসভা সচিবালয়ের তরফ থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। 'মোদী পদবি' মন্তব্য মামলায় গত শুক্রবারই তাঁর শাস্তির উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তার ৪৮ ঘণ্টার পরই কংগ্রেস নেতার সাংসদ পদ ফিরিয়ে দেওয়া হল।
সোমবার লোকসভা সচিবালয় থেকে জারি করা একটি আদেশে জানানো হয়েছে, ৪ আগস্ট সুপ্রিম কোর্টের দেওয়া আদেশের পরিপ্রেক্ষিতে, রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের সিদ্ধান্ত প্রত্যাহার করা হল, যা এই বছরের ২৪ মার্চ খারিজ করে দেওয়া হয়েছিল।
ওই বিবৃতির পরেই সংসদে বিরোধীদের আলোচনা কক্ষে উদযাপনের মেজাজ দেখা যায়। কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়্গেকে মিষ্টিমুখ করাতে দেখা যায় কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে। সংবাদমাধ্যমে সেই ভিডিও দেখানো হয়েছে।
আগামীকাল, মঙ্গলবার সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনবেন বিরোধী মহাজোট 'I-N-D-I-A'-র সদস্যরা। তার আগে রাহুল গান্ধী সাংসদ পদ ফিরে পাওয়ায়, সংসদে বিরোধীদের আওয়াজ অনেকটাই জোরালো হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কাল সংসদে উপস্থিতও থাকবেন ওয়াইনাড়ের সাংসদ। আজ ১২টার সময় সংসদে পৌঁছেছেন তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন