স্পিকার পদ, ৫ মন্ত্রকের দাবি নাইডুর, নীতিশের নজরে রেল সহ ৩ মন্ত্রক - জোট শরিকদের দাবিতে জেরবার মোদী

People's Reporter: সরকারের গড়ার জন্য বিজেপির প্রয়োজন আরও ৩২টি আসন। তাহলেই ২৭২ সংখ্যা স্পর্শ করবে এনডিএ।
স্পিকার পদ, ৫ মন্ত্রকের দাবি নাইডুর, নীতিশের নজরে রেল সহ ৩ মন্ত্রক - জোট শরিকদের দাবিতে জেরবার মোদী
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

এনডিএ-র জোট শরিকদের 'দাবি' দেখে রীতিমতো চিন্তায় বিজেপি। চন্দ্রবাবু নাইডু থেকে শুরু করে নীতিশ কুমার, চিরাগ পাসওয়ান, একনাথ শিন্ডেরা দেশের বহু গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব দাবি করেছেন বলে সূত্রের খবর। তৃতীয়বার সরকার গঠনের জন্য জোট শরিকের দাবিগুলি বিজেপি মেটাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে।

শরিক দলগুলির সমর্থন নিশ্চিত করতে বুধবার নরেন্দ্র মোদীর বাসভবনে বৈঠকে বসে বিজেপি ও এনডিএ-র সদস্যরা। চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের টিডিপি এবং জেডিইউ-র আসন সংখ্যা মিলিয়ে এই মুহূর্তে এনডিএ-র হাতে রয়েছে ২৯২ আসন। তাই চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার সন্তুষ্ট করতে মরিয়া বিজেপি। এই দুই নেতার কাছে রয়েছে মোট ২৮টি আসন। যা সরকার গঠনে নির্ণায়ক শক্তি হিসেবে কাজ করবে।

সূত্রের খবর, গতকালের বৈঠকে এনডিএ-র শরিক দলগুলি একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রীত্বের দাবি করেছে। চন্দ্রবাবু নাইডু মোট ৫টি মন্ত্রীত্বের দাবি জানিয়েছেন। যার মধ্যে রয়েছে ৪টি পূর্ণ মন্ত্রী এবং একটি অর্থ প্রতিমন্ত্রী। সড়ক, পঞ্চায়েত, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রকের দাবি জানিয়েছে টিডিপি। পাশাপাশি স্পিকার পদেরও নাকি দাবি জানিয়েছেন চন্দ্রবাবু নাইডু।

অন্যদিকে নীতিশ কুমারের হাতে রয়েছে ১২টি আসন। রেলের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের ওপর নজর রয়েছে নীতিশের। তিনি একটি প্রতিমন্ত্রী ও ২টি পূর্ণ মন্ত্রীর দাবি জানিয়েছেন বলেই জানা যাচ্ছে। এছাড়া চিরাগ পাসওয়ানের এলজেপি ৫টি আসনে জয়লাভ করেছে। তিনিও প্রতিমন্ত্রী এবং পূর্ণমন্ত্রীর দাবি জানিয়েছেন। এছাড়া একনাথ শিন্ডের শিবসেনা ৩টি মন্ত্রীপদের আবেদন জানিয়েছে বলে খবর।

বিজেপি সূত্রে খবর, শরিক দলগুলির দাবি নিয়ে আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছে অমিত শাহ, জেপি নাড্ডা রাজনাথ সিং-দের। তাঁরা এই নিয়ে একের পর এক বৈঠক করছেন। তবে আনুষ্ঠানিক ভাবে কোনো দলের তরফ থেকে কিছু জানানো হয়নি।

স্পিকার পদ, ৫ মন্ত্রকের দাবি নাইডুর, নীতিশের নজরে রেল সহ ৩ মন্ত্রক - জোট শরিকদের দাবিতে জেরবার মোদী
ফল প্রকাশের পর উত্তপ্ত দুর্গাপুর! আগুন CPIM নেতার মেয়ের দোকানে, ভাঙচুর পোলিং এজেন্টের বাড়ি-গাড়ি
স্পিকার পদ, ৫ মন্ত্রকের দাবি নাইডুর, নীতিশের নজরে রেল সহ ৩ মন্ত্রক - জোট শরিকদের দাবিতে জেরবার মোদী
Dilip Ghosh: 'হাতি কাদায় পড়লে ব্যাঙও লাথি মারে' - শরিক দলগুলির 'আবদার' দেখে কটাক্ষ দিলীপের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in