রাজস্থানে আগামী ২ আগস্ট থেকে খুলে যাচ্ছে সমস্ত স্কুল। বৃহস্পতিবার রাজ্যের শিক্ষামন্ত্রী গোবিন্দ সিং দাতাসারা এই ঘোষণা করেছেন। রাজ্যে কোভিড পরিস্থিতির কারণে দীর্ঘদিন সমস্ত স্কুল বন্ধ ছিলো।
গতকাল শিক্ষামন্ত্রী দাতসারা তাঁর ট্যুইটার হ্যান্ডেলে এই বিষয়ে জানান – আজকের বৈঠকে স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের কোচিং ইন্সটিটিউট এবং বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত রাজ্যের কোভিড পরিস্থিতিতে কিছু উন্নতি হওয়ায় স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, এই বছরের মার্চ মাসে কোভিডের দ্বিতীয় ঢেউ-এর কারণে বন্ধ করে দেওয়া হয়েছিলো সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। এর আগে গত বছরেও সমস্ত স্কুল বন্ধ ছিলো।
সম্প্রতি আইসিএমআর বিশেষজ্ঞরা জানিয়েছেন শিশুদের ভাইরাস থেকে বিপদের কোনো আশংকা নেই। এর পরেই রাজস্থান সরকার স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে। যদিও স্কুল খোলা হলেও সেখানে সমস্ত কোভিড নিয়মবিধি মেনে চলা হবে। গ্রামের শিশুদের পক্ষে অনলাইন ক্লাস করা সম্ভব হচ্ছে না। তাই স্কুল খোলা খুবই জরুরি। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে অতি দ্রুত এই বিষয়ে বিশেষ নির্দেশিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সরকারের এক আধিকারিক।
- with inputs from IANS
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন