দারিদ্র্যসীমার নীচে বসবাসকারী ও উজ্জ্বলা প্রকল্পের অন্তর্ভুক্ত সকল পরিবারকে ৫০০ টাকায় দেওয়া হবে রান্নার গ্যাস। সোমবার বিকালে, ভরত জোড়ো যাত্রার মাঝে এই ঘোষণা করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot)।
তিনি জানান, 'আগামী ১ এপ্রিল থেকে উজ্জ্বলা প্রকল্পের আওতায় থাকা দরিদ্র পরিবারগুলিকে ৫০০ টাকায় প্রতি বছর ১২ টি করে রান্নার গ্যাস সিলিন্ডার (Gas Cylinder) দেওয়া হবে।' গেহলটের এই ঘোষণার সময় মঞ্চে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীও।
প্রসঙ্গত, রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার অন্যতম ইস্যু হল- সাধারণ মানুষের জীবন-জীবিকার লড়াই। আর, সেই ইস্যুকেই গুরত্ব দিয়ে আসলে রাহুল গান্ধীর মুখরক্ষা করেছে রাজস্থানের কংগ্রেস সরকার, তেমনটাই মনে করছেন রাজনৈতিক মহল।
এদিন গেহলট দাবি করেন, কংগ্রেস সরকারের কল্যাণমূলক প্রকল্পগুলি থেকে কেউ বঞ্চিত হবেন না।
এরপরেই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে তিনি বলেন, 'উজ্জ্বলা যোজনায় গ্যাসের সংযোগ ও গ্যাসের উনুন দিয়েই দায় সেরে রেখেছেন। কিন্তু সিলিন্ডার তো খালি। এই জমানাতেই ৪০০ টাকার গ্যাস ১০৪০ টাকায় পৌঁছেছে। তাই আমরা ঠিক করেছি ৫০০ টাকায় গরিবদের বাড়িতে গ্যাস দেব। বছরে ১২টা গ্যাস তাঁরা এই দামে পাবেন।'
বর্তমানে ১৪.২ কেজি ওজনের LPG সিলিন্ডারের মূল্য প্রায় ১,০৫৭ টাকা। সেই প্রসঙ্গ টেনে গেহলট জানান, 'জনগণের উপর মুদ্রাস্ফীতির প্রভাব কমাতে আরও অনেক পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার।'
আগামী বছর নভেম্বরে রাজস্থানে বিধানসভা ভোট। স্বভাবতই গেহলটের ঘোষণায় ভোটের অঙ্ক আছেই। তবে মুখ্যমন্ত্রীর গদি নিয়ে প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী শচীন পাইলটের চ্যালেঞ্জ মোকাবিলাও গেহলটের আজকের ঘোষণার পিছনে কাজ করেছে, মনে করছে রাজনৈতিক মহল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন