Bharat Jodo Yatra: 'ভারত জোড়ো যাত্রা সফল হোক' - রাম মন্দিরের পুরোহিত চিঠি দিলেন রাহুলকে

রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন,'আপনি যে লক্ষ্য নিয়ে এই যাত্রায় যাচ্ছেন তা পূরণ হোক, দেশের স্বার্থে আপনি যে কাজই করছেন তা সফল হোক। আমার আশীর্বাদ আপনার সাথে আছে।'
আচার্য সত্যেন্দ্র দাস (বামে)
আচার্য সত্যেন্দ্র দাস (বামে)ফাইল চিত্র - সংগৃহীত
Published on

৯ দিনের সাময়িক বিরতির পর আজ আবার শুরু হয়েছে কংগ্রেসের ভারত জোড় যাত্রা। দিল্লির কাশ্মীর গেটের হনুমান মন্দিরে প্রার্থনা করে যাত্রা শুরু করেন রাহুল গান্ধী। তাঁর নেতৃত্বে আজ যাত্রা প্রবেশ করবে উত্তরপ্রদেশে। তার আগেই কংগ্রেসের ভারত জোড় যাত্রাকে সমর্থন করেছেন রাম জন্মভূমির প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। 

অযোধ্যা কংগ্রেসের মুখপাত্র এস কে গৌতম জানিয়েছেন, 'সত্যেন্দ্র দাস চিঠিতে লিখেছেন যে, তিনি কংগ্রেসের ভারত জোড় যাত্রায় অংশ নিতে চেয়েছিলেন। কিন্তু তার শারীরিক সমস্যার কারণে তিনি এতে অংশ নিতে পারছেন না।'

তবে, ভারত জোড়ো যাত্রার সাফল্য কামনা করেছেন রাম জন্মভূমির প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন,'আপনি যে লক্ষ্য নিয়ে এই যাত্রায় যাচ্ছেন তা পূরণ হোক, দেশের স্বার্থে আপনি যে কাজই করছেন তা সফল হোক। আমার আশীর্বাদ আপনার সাথে আছে।'

একইসঙ্গে তিনি লিখেছেন, 'ভগবান রামের আশীর্বাদ আপনার (রাহুল গান্ধী) সাথে থাকুক।'

তবে, রাম মন্দিরের প্রধান পুরোহিতের এই চিঠিকে একহাত নিয়েছেন হনুমান গড়ির পুরোহিত রাজু দাস। তিনি বলেন, 'এটি তাঁর (সত্যেন্দ্র দাসের) ব্যক্তিগত মতামত। আমরা সত্যেন্দ্র দাসের সঙ্গে একমত নই। কংগ্রেস সবসময়ই হিন্দু বিরোধী।'

রাহুলকে লেখা সত্যেন্দ্র দাসের চিঠি
রাহুলকে লেখা সত্যেন্দ্র দাসের চিঠিছবি - সংগৃহীত

ভারত জোড়া যাত্রা শেষ হবে ৩০ জানুয়ারি

প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর, রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড় যাত্রা শুরু হয়েছিল কন্যাকুমারী থেকে। আগামী ৩০ জানুয়ারি, কাশ্মীরে পৌঁছানোর পর এই যাত্রা শেষ হবে।

কংগ্রেসের সাধারণ সম্পাদক জানিয়েছেন, ৩০ জানুয়ারি, জম্মু ও কাশ্মীরে ভারত জোড়ো যাত্রা শেষ হবে। এদিন শ্রীনগরে জাতীয় পতাকা উত্তোলন করবেন রাহুল গান্ধী এবং সেখানেই ভারত জোড়ো যাত্রা শেষ হবে।

আচার্য সত্যেন্দ্র দাস (বামে)
'ভারত জোড় যাত্রা'য় কোভিড বিধি! জনস্বাস্থ্য নিয়ে রাজনীতি করছে কেন্দ্র - দাবি কংগ্রেসের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in