Gujrat: হাইকোর্টের নির্দেশে বিজেপি বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের

People's Reporter: ঘটনাটি ঘটেছে ২০২০ সালে। অভিযোগ ওঠে, সেবছর ৩০ জুলাই ওই মহিলাকে গান্ধীনগরে নিজের আবাসনে ডেকে পাঠান পারমার। এরপর তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হন।
গজেন্দ্রসিং পারমার
গজেন্দ্রসিং পারমার ছবি - সংগৃহীত
Published on

দলিত মহিলাকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হল গুজরাটের এক বিজেপি বিধায়কের বিরুদ্ধে। এমনকি ভয় দেখানো হয়েছে বলেও অভিযোগ করেন ওই মহিলা। এই নিয়ে পুলিশের দ্বারস্থ হলে, পুলিশের পক্ষ থেকে কোনও পদক্ষেপ না করায় অবশেষে আদালতের দ্বারস্থ হন নির্যাতিতা। গুজরাট হাইকোর্টের নির্দেশে বনসকণ্ঠার প্রান্তিজ বিধানসভার বিজেপি বিধায়ক এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী গজেন্দ্রসিং পারমারের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ২০২০ সালে। অভিযোগ ওঠে, সেবছর ৩০ জুলাই ওই মহিলাকে গান্ধীনগরে নিজের আবাসনে ডেকে পাঠান পারমার। এরপর তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। মহিলার অভিযোগ, পরবর্তীতে তাঁর ফোন ধরা বন্ধ করে দেন বিধায়ক। এবং তাঁকে হুমকিও দেওয়া হয়। মহিলার অভিযোগ, থানায় এফআইআর করতে গেলেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি।

এরপর ২০২১ সালে পুলিশকে এফআইআর দায়ের করার অনুরোধ জানিয়ে গুজরাট হাইকোর্টের দ্বারস্থ হন ওই মহিলা। হাইকোর্ট বিধায়কের বিরুদ্ধে মামলা রজুর নির্দেশ দেয়। এরপর বিধায়কের বিরুদ্ধে ধর্ষণ হুমকি-সহ একাধিক অভিযোগের পাশাপাশি তফশিলি জাতি ও উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনেও মামলা করা হয়েছে।

বিজেপি বিধায়ক পারমারের বিরুদ্ধে এর আগেও নারী নিগ্রহের অভিযোগ উঠেছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, রাজস্থানের এক নাবালিকাকে যৌন নিপীড়নের অভিযোগেও পারমারের বিরুদ্ধে মামলা চলছে। ২০২৩ সালে সেই মামলায় গুজরাট হাইকোর্ট তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in