শনিবার এনসিপি মুখপাত্র নবাব মালিক আরও একবার কর্ডেলিয়া ক্রুইজে এনসিবি-র তল্লাশি অভিযান নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ সামনে আনলেন। মালিকের অভিযোগ অনুসারে, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো ঘটনার দিন ৩ অভিযুক্তকে ছেড়ে দিয়েছে। যার মধ্যে ভারতীয় জনতা পার্টির এক বিশিষ্ট নেতার আত্মীয় আছে।
এদিন নবাব মালিক দাবি করেছেন, কর্ডেলিয়া ক্রুইজে তল্লাশি অভিযান এক ‘পূর্ব পরিকল্পিত চক্রান্ত’। এদিনই তাঁর বক্তব্যের পক্ষে নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে দুটি ভিডিও পোস্ট করেছেন মালিক।
শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনসিপি-র জাতীয় মুখপাত্র এবং মহারাষ্ট্রের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী নবাব মালিক বলেন, গত ২ অক্টোবর কর্ডেলিয়া ক্রুইজে তল্লাশি অভিযানের সময় শাহরুখ খানের ছেলে আরিয়ান খান মোট ১১ জনকে আটক করা হয়েছিলো।
তিনি আরও বলেন, পরে ওইদিন রাতেই ৩ জনকে এনসিবি আধিকারিকরা ছেড়ে দেন। এদের নাম ঋষভ সচদেব, অমিত ফার্নিচারওয়ালা এবং প্রতীক গাব্বা। যার মধ্যে ঋষভ সচদেব বিজেপি নেতা মোহিত ভারতীয় (কাম্বোজ)-এর ভাগ্নে। মালিক দাবি করেন, এনসিবি কেন ওই তিনজনকে ছেড়ে দিয়েছে তা অবশ্যই জানাতে হবে।
- with Agency Inputs
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন