রেপো রেট বাড়ালো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়ানো হয়েছে। রেপো রেট বৃদ্ধি পেয়ে হল ৬.৫ শতাংশ। যার জেরে বাড়তে পারে সুদও।
বুধবার আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস রেপো রেট বৃদ্ধির ঘোষণা করেন। যে ঘোষণার পর মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ বেড়েছে। মনিটরি পলিসি কমিটির (MPC) ৬ সদস্যের মধ্যে ৪ জনের সমর্থনে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এতে আরবিআই যেসব ব্যাঙ্কে ঋণ দিয়েছিল তাতে সুদ বাড়বে। ব্যাঙ্কের ঋণে সুদ বাড়লেই গাড়ি, বাড়ি সহ একাধিক পণ্যের ঋণেও সুদ বাড়তে পারে। এই নিয়ে টানা ছ'বার রেপো রেট বৃদ্ধি করল আরবিআই।
এর আগে আরবিআই ডিসেম্বর মাসে রেপো রেট ৩৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছিল। ২০২২-র আগস্ট মাসে ৫০ বেসিস পয়েন্ট বেড়েছিল রেপো রেট। জুন মাসেও ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়ানো হয়। গত বছরেই মে মাসেও রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস রেপো রেটে ৪০ বেসিস পয়েন্ট বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন।
বিশেষজ্ঞদের মতে, আরবিআই-এর এই সিদ্ধান্তের ফলে গৃহঋণ বাড়ার সাথে সাথে বাণিজ্য ক্ষেত্রেও এর প্রভাব পড়বে। কারণ, অধিকাংশ ব্যবসায়ী ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা করেন। সুদের হার বৃদ্ধির ফলে লাভের পরিমাণ বাড়ানোর জন্য তাদেরকেও পণ্যের দাম বাড়াতে হবে। ফলে আগামী দিনে আর্থিক পরিকাঠামোর ব্যাপক রদবদল ঘটতে পারে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন