Bank Holiday: পুজোর মাসে কোন কোন দিন বন্ধ ব্যাঙ্ক? তালিকা প্রকাশ আরবিআই-এর

People's Reporter: অক্টোবরে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। যদিও এর মধ্যে কিছু ছুটি স্থানীয় ভিত্তিক।
রিজার্ভ ব্যাঙ্ক
রিজার্ভ ব্যাঙ্কফাইল চিত্র সংগৃহীত
Published on

উৎসবের মাস অক্টোবর। এই মাসে ছুটি থাকে অনেক অফিস। এর ব্যাতিক্রম নয় ব্যাঙ্কও। পুজোর মাসের ছুটির তালিকা প্রকাশ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। যদিও এর মধ্যে কিছু ছুটি স্থানীয় ভিত্তিক।

প্রতি মাসেই বেশ কিছু ন্যাশনাল এবং রাজ্যভিত্তিক ছুটি থাকে। এছাড়া প্রতিমাসেই দ্বিতীয় এবং চতুর্থ শনিবার এবং রবিবার ছুটি পান ব্যাঙ্ককর্মীরা। সেই মতো অক্টোবরেও রয়েছে। এছাড়া এই মাসে গান্ধিজীর জন্মদিন, দূর্গাপুজো, দেওয়ালি মিলিয়ে ১৫ দিন ছুটি থাকবে ব্যাঙ্ক। ছুটির দিনগুলিতে অবশ্য খোলা থাকবে এটিএম। মিলবে অনলাইন ব্যাঙ্কিং পরিষেবাও।

এক নজরে অক্টোবরে ব্যাঙ্ক ছুটির তালিকা –

১ অক্টোবরঃ বিধানসভা নির্বাচনের কারণে জম্মু ও কাশ্মীরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২ অক্টোবরঃ গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে সারাদেশ জুড়ে ন্যাশনাল হলিডে রয়েছে।

৩ অক্টোবরঃ নবরাত্রির কারণে জয়পুরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৫ অক্টোবরঃ রবিবার।

১০ অক্টোবরঃ দূর্গাপুজোর জন্য আগরতলা, গুয়াহাটি, কোহিমা এবং কলকাতার ব্যাঙ্ক বন্ধ। 

১১ অক্টোবরঃ মহাষ্টমীর দিন বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই, গ্যাংটক ও রাঁচিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক। 

১২ অক্টোবরঃ মাসের দ্বিতীয় শনিবার।

১৩ অক্টোবরঃ রবিবার।

১৬ অক্টোবরঃ কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে কলকাতা ও আগরতলায় বন্ধ থাকবে ব্যাঙ্ক।

১৭ অক্টোবরঃ মহর্ষি বাল্মীকি জয়ন্তী ও কাটি বিহুর কারণে বেঙ্গালুরু, গুয়াহাটি ও সিমলার ব্যাঙ্ককর্মীরা ছুটি পাবেন।

২০ অক্টোবরঃ রবিবার।

২৬ অক্টোবরঃ চতুর্থ শনিবার।

২৭ অক্টোবরঃ রবিবার।

৩১ অক্টোবরঃ কালীপুজো বা দিওয়ালি উপলক্ষ্যে আমেদাবাদ, বেঙ্গালুরু, কলকাতা এবং নয়াদিল্লির মতো বড় শহরগুলিতে ছুটি থাকবে ব্যাঙ্ক।। এর পাশাপাশি সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীও পালিত হবে ওই দিন।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in