মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) যে রিপোর্ট দিয়েছে কেন্দ্রকে, তা জনসমক্ষে আনা যাবে না। মঙ্গলবার, সংসদের শীতকালীন অধিবেশনে এমনই দাবি করেছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী।
দেশে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বাইরে। বিপাকে পড়েছেন সারা দেশের মানুষ। কিন্তু, তা নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) যে রিপোর্ট গত তিন মাস ধরে কেন্দ্রকে জানিয়েছে, তার বিস্তারিত তথ্য সাংসদদের সামনেও তুলে ধরতে অস্বীকার করেছেন মোদী সরকার।
এ নিয়ে কেন্দ্রের যুক্তি, আরবিআই আইনের বিধান অনুসারে এটি প্রকাশ করা যাবে না।
তবে, কেন্দ্র একটি তথ্য তুলে ধরেছে সংসদে। যেখানে বলা হয়েছে, গত অক্টোবরে , খুচরা বাজারে মুদ্রাস্ফীতির হার ছিল ৬.৭৭ শতাংশ। টানা তিন ত্রৈমাসিকেরও বেশি সময় ধরে এই মুদ্রাস্ফীতি হার ৬ শতাংশের উপরে রয়েছে।
২০২২ সালের জানুয়ারী-মার্চ মাসের মধ্যে খুচরা বাজারে মুদ্রাস্ফীতির গড় হার ছিল ৬.৩ শতাংশ। এপ্রিল-জুন মাসের মধ্যে ছিল ৭.৩ শতাংশ। আর, জুলাই-সেপ্টেম্বর মাসের মধ্যে মুদ্রাস্ফীতির গড় হার ছিল ৭.০ শতাংশ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন