মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা নিয়ে RBI-র রিপোর্ট জনসমক্ষে আনা যাবে না, সংসদকে জানালো মোদী সরকার

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা নিয়ে আরবিআই কেন্দ্রকে যে রিপোর্ট দিয়েছে, তা জনসমক্ষে আনা যাবে না। মঙ্গলবার, সংসদের শীতকালীন অধিবেশনে এমনই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াফাইল ছবি সংগৃহীত
Published on

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) যে রিপোর্ট দিয়েছে কেন্দ্রকে, তা জনসমক্ষে আনা যাবে না। মঙ্গলবার, সংসদের শীতকালীন অধিবেশনে এমনই দাবি করেছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী।

দেশে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বাইরে। বিপাকে পড়েছেন সারা দেশের মানুষ। কিন্তু, তা নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) যে রিপোর্ট গত তিন মাস ধরে কেন্দ্রকে জানিয়েছে, তার বিস্তারিত তথ্য সাংসদদের সামনেও তুলে ধরতে অস্বীকার করেছেন মোদী সরকার।

এ নিয়ে কেন্দ্রের যুক্তি, আরবিআই আইনের বিধান অনুসারে এটি প্রকাশ করা যাবে না।

তবে, কেন্দ্র একটি তথ্য তুলে ধরেছে সংসদে। যেখানে বলা হয়েছে, গত অক্টোবরে , খুচরা বাজারে মুদ্রাস্ফীতির হার ছিল ৬.৭৭ শতাংশ। টানা তিন ত্রৈমাসিকেরও বেশি সময় ধরে এই মুদ্রাস্ফীতি হার ৬ শতাংশের উপরে রয়েছে।

২০২২ সালের জানুয়ারী-মার্চ মাসের মধ্যে খুচরা বাজারে মুদ্রাস্ফীতির গড় হার ছিল ৬.৩ শতাংশ। এপ্রিল-জুন মাসের মধ্যে ছিল ৭.৩ শতাংশ। আর, জুলাই-সেপ্টেম্বর মাসের মধ্যে মুদ্রাস্ফীতির গড় হার ছিল ৭.০ শতাংশ।

আরও পড়ুন

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
তাওয়াংয়ে ভারত-চীন সেনা সংঘর্ষে আমাদের কারও মৃত্যু হয়নি, বিবৃতি রাজনাথের
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
নিয়োগ নেই, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, IIT - IIM-এ শূন্যপদের সংখ্যা ১১০০০! সংসদে চাঞ্চল্যকর তথ্য

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in