রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) সঙ্গে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (PFI)-র তুলনা করে বিজেপি (BJP)-র রোষানলে পড়েছেন পাটনার সিনিয়র পুলিশ সুপার মানবজিৎ সিং ধিলোন (Manavjeet Singh Dhillon)।
গত বৃহস্পতিবার, বিহারের রাজধানী পাটনায় সাংবাদিক সম্মেলনে কট্টরবাদী সংগঠনের তুলনা টানতে গিয়ে বিজেপির আদর্শগত পরামর্শদাতা রাষ্ট্রীয় স্বয়ংসেবক (RSS)-র সঙ্গে পপুলার ফ্রন্ট (PFI)-কে এক আসনে বসান মানবজিৎ সিং। আর তাতে ক্ষুব্ধ হয়ে পাটনার পুলিশ সুপার মানবজিৎকে বরখাস্তের দাবি তুলেছেন বিজেপি নেতারা।
জানা যাচ্ছে, দেশবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি তিন সন্দেহভাজন PFI সদস্যকে গ্রেপ্তার করে পাটনা পুলিশ। এ নিয়ে সাংবাদিক সম্মেলন করেন পাটনা পুলিশ।
আর সেখানে বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপার মানবজিৎ সিং বলেন, 'RSS (হিন্দুত্ববাদী সংগঠন) যেভাবে শাখা সংগঠনের মাধ্যমে নিজেদের সদস্যদের প্রশিক্ষণ দেয়, তেমনভাবেই নিজেদের সদস্যদের প্রশিক্ষণের বন্দোবস্ত করেছিল PFI (ইসলামী সংগঠন)। প্রশিক্ষণ শিবিরে মার্শাল আর্ট সহ বিভিন্ন শারীরিক কসরৎ শেখানো হতো।’
প্রতিক্রিয়া
তাঁর বক্তব্যের জেরে ক্ষোভ প্রকাশ করেছে বিহারে নীতিশ কুমার সরকারের জোট সঙ্গী বিজেপি। বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদী টুইটারে জানিয়েছেন, 'পাটনা এসএসপির অবিলম্বে এই জাতীয় বিবৃতি প্রত্যাহার করা উচিত এবং এর জন্য ক্ষমা চাওয়া উচিত।'
বিজেপির বিধায়ক হরিভূষণ ঠাকুর (Hari Bhushan Thakur) বলেন, 'এটি দেখায় যে এসএসপি তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। আপনি কীভাবে আরএসএসের মতো জাতীয়তাবাদী সংগঠনকে পিএফআইয়ের সঙ্গে তুলনা করতে পারেন?'
তিনি আরও বলেন, 'পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে আরএসএসের তুলনা করে নিজের মানসিক দেউলিয়াপনা প্রকাশ করেছেন পটনার পুলিশ সুপার। অবিলম্বে তাঁকে বরখাস্ত করা উচিত।'
এদিকে আবার, পাটনার পুলিশ সুপার মানবজিৎ সিং-য়ের বিরুদ্ধে পিএফআই-এর মুখপাত্রের মতো আচরণ করার অভিযোগ এনেছেন রাজ্য বিজেপির মুখপাত্র অরবিন্দ সিং (Arvind Singh)। তিনি বলেন, 'এটি মর্মান্তিক এবং দুর্ভাগ্যজনক যে, একজন আইপিএস পদমর্যাদার অফিসার RSS-কে সন্ত্রাসী কার্যকালাপে জড়িত PFI-র সঙ্গে তুলনা করেছেন।'
অন্যদিকে, সংশ্লিষ্ট অফিসারের পাশে দাঁড়িয়েছেন জিতন রাম মাঞ্জির হিন্দুস্তান আওয়াম মোর্চা।
With inputs from- NewsClick
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন