ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আর জি কর মামলার শুনানি। বুধবার বিকেল ৩ টের সময় প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি হওয়ার কথা থাকলেও হল না। এই নিয়ে গত দু’দিনে তিন বার পিছোল এই মামলার শুনানি। জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ২ টোয় মামলাটি শুনতে পারেন প্রধান বিচারপতি। এদিনই দেখবেন সিবিআইয়ের স্ট্যাটাস রিপোর্ট।
মঙ্গলবার দুপুর ৩ টেয় হওয়ার কথা ছিল আর জি কর মামলার শুনানি। কিন্তু একেবারে শেষ মূহুর্তে জানা যায়, প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় গিয়েছেন রাষ্ট্রপতি ভবনে। বিশেষ কারণে তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্ম। প্রধান বিচারপতির অনুপস্থিতির জন্যই এই মামলার শুনানি পিছিয়ে যায়।
পরিবর্তে প্রধান বিচারপতি জানিয়েছিলেন, বুধবার সকালে প্রথম মামলা হিসেবে শোনা হবে আর জি কর মামলা। কিন্তু বুধবার সকালে প্রধান বিচারপতির বেঞ্চ বসলেও হয়নি আর জি কর মামলার শুনানি। পরে জানা যায়, এদিন বিকেল ৩ টের সময় শুনানি শুরু হবে এই মামলার।
কিন্তু বেলা গড়িয়ে গেলেও এই মামলার শুনানি শুরু হয়নি আদালতে। বিকেল ৪ টে নাগাদ বেঞ্চ উঠে যায়। প্রধান বিচারপতি জানান, সন্ধ্যায় একটি অনুষ্ঠানে যোগ দিতে হবে তাঁকে। তাই বৃহস্পতিবার মামলাটি তিনি শুনবেন। সেদিনই সিবিআইয়ের স্ট্যাটাস রিপোর্ট দেখবেন বলেও জানিয়েছেন প্রধান বিচারপতি। এরপর রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বলেন, বৃহস্পতিবার সকালে সাড়ে ১০টা নাগাদ শুনানি হলে ভাল হয়। এরপরেই প্রধান বিচারপতি আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত কোর্টকে জানান। আগামীকাল শুনানি হবে।’ বৃহস্পতিবার দুপুর ২ টোয় এই মামলার শুনানির সম্ভাবনা।
এর আগে গত ১৫ অক্টোবর এই মামলার শুনানিতে ধর্ষণ ও খুন এবং আর্থিক দুর্নীতি, দু’টি বিষয়েই সিবিআইকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি। পাশাপাশি, আগের শুনানিতে হাসপাতাল বা শিক্ষা প্রতিষ্ঠানের মতো জায়গায় সিভিক ভলান্টিয়ার দিয়ে নিরাপত্তার দায়িত্ব সামলানোর বিষয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য সরকার। সেই প্রশ্নগুলির জবাব মঙ্গলবার হলফনামা আকারে জমা দেওয়ার কথা ছিল রাজ্যের।
প্রসঙ্গত, আগামী ১০ নভেম্বর প্রধান বিচারপতির পদ থেকে অবসর গ্রহণ করবেন ডি ওয়াই চন্দ্রচূড়। আগামী ৯ ও ১০ তারিখ শনি ও রবিবার হওয়ায় প্রধান বিচারপতি হিসেবে চন্দ্রচূড়ের শেষ বেঞ্চ বসবে শুক্রবার।
যদিও এবারই প্রথম নয়। এর আগেও শীর্ষ আদালতে অন্য কারণে আরজি কর মামলার শুনানি পিছিয়েছিল। সেবার রাজ্যের পক্ষ থেকে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জে বি পারদিওয়ালার বেঞ্চের কাছে ২৭ সেপ্টেম্বরের শুনানি স্থগিত করার আবেদন জানানো হয়। রাজ্য সরকারের আবেদন মেনে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির নির্দেশ মত ১ অক্টোবর আরজি কর মামলার শুনানি হয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন