Indian Rupee: টাকার দামে ফের পতন, ধাক্কা সেনসেক্স ও নিফটিতেও!

বুধাবার বাজার বন্ধের সময় মার্কিন ডলারের বিপরীতে টাকার দাম ছিল ৮১ টাকা ৩০ পয়সা। সেই দাম ১৫ পয়সা কমেছে। অর্থাৎ, বর্তমানে ১ মার্কিন ডলারের বিনিময় মূল্য হল ৮১ টাকা ৪৫ পয়সা।
ডলারের তুলনায় টাকার দামে পতন
ডলারের তুলনায় টাকার দামে পতনছবি প্রতীকী
Published on

ভারতীয় টাকার দামে আবার পতন। বৃহস্পতিবার, বাজার খোলার সময় মার্কিন ডলারের অনুপাতে ভারতীয় টাকার দাম দাঁড়িয়েছে ৮১ টাকা ৪৫ পয়সায়। 

জানা যাচ্ছে, বুধাবার বাজার বন্ধের সময় মার্কিন ডলারের বিপরীতে টাকার দাম ছিল ৮১ টাকা ৩০ পয়সা। সেই দাম ১৫ পয়সা কমেছে। অর্থাৎ, বর্তমানে ১ মার্কিন ডলারের বিনিময় মূল্য হল ৮১ টাকা ৪৫ পয়সা।

অন্যদিকে, সপ্তাহের কেনাবেচার চতুর্থ দিনে BSE সেনসেক্সেও ধাক্কা লেগেছে। বুধবার, বাজার বন্ধের সময় সেনসেক্স দাঁড়িয়ে ছিলো ৬১,০৪৫.৭৪ পয়েন্টে। কিন্তু, বৃহস্পতিবার বাজার খোলার সময় সেনসেক্স প্রায় ১২৫.৭২ পয়েন্টে নেমে ৬০,৯২০.০২ পয়েন্টে খোলে। দুপুর ২ টা পর্যন্ত, সেনসেক্সের ডে হাই ৬১,০৩২.৪৭ পয়েন্ট এবং ডে লো ৬০,৭১৬.৫৫ পয়েন্ট।

BSE সেনসেক্সের মতই গতকাল নিফটি বন্ধ হয়েছিল ১৮,১৬৫.৩৫ পয়েন্টে। বৃহস্পতিবার, কেনাবেচা শুরুর সময় নিফটি খোলে প্রায় ৪৫.৫৫ পয়েন্ট নেমে ১৮,১১৯.৮০ পয়েন্টে।

বিশ্ব অর্থনীতির জন্য ২০২৩ সাল কঠিন হতে যাচ্ছে বলে আগেই সতর্ক করেছেন IMF-এর প্রথম ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গীতা গোপীনাথ। লাগামছাড়া মুদ্রাস্ফীতির জেরে বিশ্ব অর্থনীতি এক চরম পরিস্থিতির মুখোমুখি হয়েছে। এটি বিভিন্ন দেশের আর্থিক রাজস্ব নীতির উপর প্রভাব বিস্তার করবে।

ডলারের তুলনায় টাকার দামে পতন
WFI সভাপতির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ কুস্তিগীরদের, 'এটাই বিজেপির আসল চরিত্র', দাবি কংগ্রেসের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in