Dollar vs Rupee: টাকার দামে সর্বকালীন পতন, ৭৮ ভাঙলো ভারতীয় মুদ্রা, বড় ধাক্কা শেয়ার বাজারেও

দুপুর ১ টায় এই খবর লেখার সময় প্রায় ১৪৭১.০৬ পয়েন্ট পড়ে সেনসেক্স দাঁড়িয়েছে ৫২,৮৩২.৩৮ পয়েন্টে। এদিন এখনও পর্যন্ত সেনসেক্সে ডে হাই ৫৩,২০৭.৫৪ পয়েন্ট। ডে লো ৫২,৭৩৪.৯৮ পয়েন্ট।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীছবি সংগৃহীত
Published on

সকল রেকর্ড পিছনে ফেলে টাকার দাম কমেছে। সপ্তাহের শুরুতেই মার্কিন ডলারের (US) তুলনায় টাকার দাম দাঁড়িয়েছে ৭৮ টাকা ১৫ পয়সা। যেখানে, গত শুক্রবার বাজার বন্ধের সময় মার্কিন ডলারের তুলনায় টাকার দাম ছিল ৭৭ টাকা ৮৩ পয়সা।

শুধু তাই নয়, সোমবার বড় ধাক্কা লেগেছে শেয়ার বাজারেও। বাজার খুলতেই এক ধাক্কায় ১,৪০০ পয়েন্ট পড়ে যায় বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার (Sensex)। বাজারের শুরুতে সেনসেক্স নেমে যায় ৫৩,১৮৪.৬১ পয়েন্টে। যেখানে গত শুক্রবার বাজার বন্ধের সময় সেনসেক্স ছিলো ৫৪,৩০৩.৪৪ পয়েন্টে।

দুপুর ১ টায় এই খবর লেখার সময় প্রায় ১৪৭১.০৬ পয়েন্ট পড়ে সেনসেক্স দাঁড়িয়েছে ৫২,৮৩২.৩৮ পয়েন্টে। এদিন এখনও পর্যন্ত সেনসেক্সে ডে হাই ৫৩,২০৭.৫৪ পয়েন্ট। ডে লো ৫২,৭৩৪.৯৮ পয়েন্ট।

সূচক পড়েছে নিফটিরও। দিনের শুরুতেই ৩২৪.২৫ পয়েন্ট পড়ে যায় নিফটির। বাজারের শুরুতে নিফটি খোলে ১৫,৮৭৭.৫৫ পয়েন্টে। যেখানে গত শুক্রবার নিফটি বন্ধ হয়েছিলো ১৬,২০২.৮০ পয়েন্টে।

দুপুর ১ টায় নিফটির সূচক ৪৩৯.০৫ পয়েন্ট কমে দাঁড়ায় ১৫,৭৬২.৭৫ পয়েন্টে। এখনও নিফটির ক্ষেত্রে ডে হাই ১৫,৮৮৬.১৫ পয়েন্ট এবং ডে লো ১৫,৭৪৯.৯০ পয়েন্ট।

টাকার দাম ও সূচক (Sensex)পতনে লগ্নিকারীরা রীতিমতো উদ্বিগ্ন। ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে দালাল স্ট্রিটে শুরু হয় দোলাচল। বাজার থেকে একাধিকবার গায়েব হয়েছে লক্ষ কোটি টাকা। বাজার বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অস্থিরতার প্রভাব পড়ছে ভারতের শেয়ার বাজারেও। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, সে ব্যাপারে এখনই তারা কিছু বলতে পারছে না।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in