Sanjay Raut: ১০১ দিন পর জামিন পেলেন শিবসেনা উদ্ধব গোষ্ঠীর সাংসদ সঞ্জয় রাউত

এক বিশেষ PMLA আদালত শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠীর নেতাকে এদিন জামিন দিয়েছে। যদিও জল্পনা ছিল যে ইডি উচ্চতর আদালতে এই রায়কে চ্যালেঞ্জ করতে পারে।
শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত
শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতফাইল চিত্র - সংগৃহীত
Published on

প্রায় ১০১ দিন জেলে কাটানোর পর, মুম্বাই-এর এক বিশেষ আদালতে জামিন পেলেন শিবসেনা (ইউটি) সাংসদ সঞ্জয় রাউত। ১ আগস্ট বুধবার তাঁকে গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

গত ৩১ জুলাই ইডি রাউতকে টানা জিজ্ঞাসাবাদ চালায় এবং এর পরের দিন (১ আগস্ট) তাঁকে গোরেগাঁওয়ের পাত্র চাউল পুনর্নির্মাণ মামলায় কথিত এক অর্থ পাচার কেলেঙ্কারির অভিযোগে গ্রেপ্তার করে।

এক বিশেষ PMLA আদালত শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠীর নেতাকে এদিন জামিন দিয়েছে। যদিও জল্পনা ছিল যে ইডি উচ্চতর আদালতে এই রায়কে চ্যালেঞ্জ করতে পারে।

গ্রেপ্তার হবার সময় রাউত জানিয়েছিলেন, "আমি ভীত নই... আইনের সাথে অসহযোগিতার কোন প্রশ্নই আসে না, আমি শিবসেনার জন্য নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত। ইডি টিম খুব সকালে কোনো নোটিশ না দিয়েই এসেছিল, আমার কাছ থেকে তথাকথিত এই মামলার বিষয়ে কোনো কাগজপত্র পাওয়া যায়নি।”

গ্রেপ্তারির আগে শিবসেনা সাংসদ রাউতকে ৯ ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ চালানো হয়। এরপর তিনি ফোনে এক সংবাদমাধ্যমকে জানান, "ইডিকে সম্পূর্ণ সহযোগিতা করছেন" এবং শিবসেনাকে ধ্বংস করার জন্য নিযুক্ত রাজনৈতিক কৌশলে তিনি ভীত হবেন না।

শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত
Shiv Sena: "বিদ্রোহী বিধায়কদের গোষ্ঠীতে যোগদানের প্রস্তাব এসেছিল, আমি যাইনি" - সঞ্জয় রাউত
শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত
রামের নামে হিংসা ছড়াচ্ছে বিজেপি, তোপ শিবসেনার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in