সুপ্রিম কোর্ট নির্ধারিত সময়সীমার মধ্যে নির্বাচন কমিশনের কাছে নির্বাচনী বন্ডের তথ্য তুলে দিতে পারবে না স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পাশাপাশি সুপ্রিম কোর্টের কাছে আরও সময় বৃদ্ধির আবেদন জানিয়েছে এসবিআই।
নির্বাচনী বন্ড বা ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে কর্পোরেট সংস্থাগুলির কাছ থেকে কোটি কোটি টাকা অনুদান পেয়েছে রাজনৈতিক দলগুলি। এসবিআই-র মাধ্যমেই এই বন্ড কিনে তা দলগুলিকে দেওয়া হতো। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল নির্বাচনী বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য ৬ মার্চের মধ্যে নির্বাচন কমিশনের হাতে তুলে দিতে হবে এসবিআইকে।
এসবিআই-র পক্ষ থেকে জানানো হয়, এখনও পর্যন্ত সমস্ত তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি। দেশের শীর্ষ আদালতের কাছে সময়সীমা বৃদ্ধির আর্জি জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। আগামী ৩০ জুন পর্যন্ত এসবিআইকে সময় দেওয়ার আবেদন জানানো হয়েছে সুপ্রিম কোর্টে।
চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি ইলেক্টোরাল বন্ড বা নির্বাচনী বন্ড স্কীমকে ‘অসাংবিধানিক’ বলে রায় দেয় সুপ্রিম কোর্ট। স্কীম বাতিল করার পক্ষে সওয়াল করে শীর্ষ আদালত। এডিআর, সিপিআই(এম), কংগ্রেস নেতা জয়া ঠাকুর, স্পন্দন বিসোয়াল সহ একাধিক সংস্থা, রাজনৈতিক দল এবং ব্যক্তি এই বন্ডের বিরোধিতা করে আদালতে জনস্বার্থ মামলা (ADR & Anr. V. Union of India & Ors., Writ Petition (Civil) No. 880 of 2017) দায়ের করে। প্রশ্ন তোলা হয় ইলেক্টোরাল বন্ডের স্বচ্ছতা নিয়ে।
শুনানি চলাকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ৫ বিচারপতির ডিভিশন বেঞ্চ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে (SBI) ২০১৯ সালের ১২ এপ্রিলের পর থেকে কেনা সমস্ত নির্বাচনী বন্ডের বিশদ তথ্য ৬ মার্চের মধ্যে নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়ার নির্দেশ দেয়।
প্রসঙ্গত, এডিআর-এর তথ্য অনুসারে ২০১৭-১৮ থেকে ২০২২-২৩ পর্যন্ত ইলেক্টোরাল বন্ড স্কীমের মাধ্যমে বিজেপি অনুদান পেয়েছে ৬,৫৬৬.১২ কোটি টাকা। যা বন্ড থেকে প্রাপ্ত বিভিন্ন রাজনৈতিক দলের অনুদানের ৫৪.৭৭ শতাংশ। তালিকায় দ্বিতীয় এবং তৃতীয় স্থানে আছে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস। এই দুই দলের প্রাপ্ত অনুদান যথাক্রমে ১,১২৩ কোটি এবং ১,০৯২ কোটি বা ৯.৩৭ শতাংশ এবং ৯.১১ শতাংশ। সিপিআইএম দল ইলেক্টোরাল বন্ডের শুরু থেকে প্রতিবাদ জানিয়ে এসেছে এবং আদালতের দ্বারস্থ হয়েছে। তথ্য অনুসারে, ইলেক্টোরাল বন্ড স্কীম থেকে ১ টাকাও অনুদান নেয়নি সিপিআইএম।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন