NewsClick: বৃহস্পতিবার নিউজক্লিক এডিটরের দায়ের করা আবেদনের শুনানি সুপ্রিম কোর্টে

People's Reporter: গত সপ্তাহে, এই একই আবেদন নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পুরকায়স্থ এবং চক্রবর্তী। কিন্তু হাইকোর্ট তাঁদের আবেদন খারিজ করে দিয়ে পুলিশ রিমান্ড বহাল রাখে।
NewsClick: বৃহস্পতিবার নিউজক্লিক এডিটরের দায়ের করা আবেদনের শুনানি সুপ্রিম কোর্টে
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার নিউজক্লিক-এর এডিটর প্রবীর পুরকায়স্থ এবং সংস্থার হিউম্যান রিসোর্স প্রধান অমিত চক্রবর্তীর দায়ের করা আবেদনের শুনানি হবে সুপ্রিম কোর্ট। বুধবার একথা জানিয়েছে দেশের শীর্ষ আদালত।

বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (ইউএপিএ) অধীনে প্রবীর পুরকায়স্থ এবং অমিত চক্রবর্তীকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। এই গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁরা। সত্তরোর্ধ পুরকায়স্থের তরফ থেকে সিনিয়র আইনজীবী কপিল সিব্বল শীর্ষ আদালতে আবেদন দায়ের করে দ্রুত এই মামলার শুনানি চেয়েছেন।

বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার পর্যন্ত বিষয়টি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

গত সপ্তাহে, এই একই আবেদন নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পুরকায়স্থ এবং চক্রবর্তী। কিন্তু হাইকোর্ট তাঁদের আবেদন খারিজ করে দিয়ে হেফাজত বহাল রাখে।

হাইকোর্টে আবেদনকারীরা জানিয়েছিলেন, তাঁদের গ্রেপ্তার এবং হেফাজত সম্পূর্ণ বেআইনি। কারণ তাঁদের গ্রেপ্তারের সময় কোনও কারণ দেখানো হয়নি। যে নির্দেশে শীর্ষ আদালতের রায়কে সরাসরি লঙ্ঘন করা হয়েছে। এই প্রসঙ্গে হাইকোর্ট জানায়, ইউএপিএ আইনে গ্রেপ্তারির সময় কারণ দেখানো বাধ্যতামূলক নয়।

গত ৩ অক্টোবর নিউজক্লিকের অফিস ও একাধিক কর্মীর বাড়িতে তল্লাশি অভিযান চালানোর পর গ্রেপ্তার করা হয় প্রবীর পুরকায়স্থ এবং অমিত চক্রবর্তীকে। ৪ অক্টোবর তাঁদের ৭ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়। এরপর ১০ অক্টোবর থেকে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন তাঁরা। অর্থের বিনিময়ে চীনা প্রচারমূলক খবর করার অভিযোগ রয়েছে নিউজক্লিকের বিরুদ্ধে।

NewsClick: বৃহস্পতিবার নিউজক্লিক এডিটরের দায়ের করা আবেদনের শুনানি সুপ্রিম কোর্টে
"গণতন্ত্রে সাংবাদিকরা দেশের ‘শত্রু’ হয়ে গেল কবে থেকে?" নিউজক্লিকের পাশে সাংবাদিক সংগঠন, বিশিষ্টরা
NewsClick: বৃহস্পতিবার নিউজক্লিক এডিটরের দায়ের করা আবেদনের শুনানি সুপ্রিম কোর্টে
Mahua Moitra: মহুয়া মৈত্রর বিরুদ্ধে ওঠা অভিযোগ লোকসভার এথিক্স কমিটিকে খতিয়ে দেখার নির্দেশ স্পীকারের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in