ভারতীয় টাকার দাম পৌঁছে সর্বকালীন নীচের স্তরে। যা এক নতুন রেকর্ড। বুধবার ১ মার্কিন ডলারের অনুপাতে ভারতের টাকার দাম পৌঁছেছে ৮৪ টাকা ৩০ পয়সায়। যা ভারতীয় টাকার সর্বকালীন কম দাম।
ইন্টারব্যাঙ্ক ফরেন এক্সচেঞ্জে আমেরিকান ডলারের অনুপাতে এদিন ভারতীয় টাকা খোলে ৮৪ টাকা ২৩ পয়সায়। একসময় দাম কিছুটা বেড়ে ৮৪ টাকা ১৫ পয়সায় পৌঁছালেও একসময় তা নেমে হয় ৮৪ টাকা ৩১ পয়সা। গতকালের বন্ধের সময়ের অনুপাতে এদিন ভারতীয় টাকার পতন হয়েছে ২১ পয়সা।
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর এদিন ভারতীয় শেয়ার বাজারও অনেকটাই বেড়েছে। বুধবার সেনসেক্স বন্ধ হয়েছে ৯০১.৫০ পয়েন্টে বেড়ে এবং নিফটি বন্ধ হয়েছে ২৭০.২৫ পয়েন্ট বেড়ে। বুধবার বাজার বন্ধের সময় সেনসেক্স দাঁড়িয়ে ছিল ৮০,৩৭৮.১৩ পয়েন্টে এবং নিফটি ২৪,৪৮৪.০৫ পয়েন্টে।
উল্লেখ্য, মঙ্গলবার ৫ নভেম্বরও ভারতীয় শেয়ার বাজার থেকে ফরেন ইন্সটিটিউশানাল ইনভেস্টররা (এফআইআই) ২,৫৬৯.৪১ কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন