ভারতীয় টাকার দাম পড়ছেই। আমেরিকান ডলারের দামের অনুপাতে পতন অব্যাহত রেখে এদিন ভারতীয় টাকার দাম পৌঁছে গেছে ৮৪.৩৭ (প্রভিশনাল) পয়সায়। গত একমাস থেকেই ভারতীয় টাকার দাম ক্রমাগত পড়ছে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে গত এক মাসে ভারতীয় বাজার থেকে বড়ো অঙ্কের বিদেশি বিনিয়োগ বেরিয়ে যাবার কারণেই এই পতন।
এদিন ভারতীয় টাকার দাম পড়েছে ৫ পয়সা। ইন্টারব্যাঙ্ক ফরেন এক্সচেঞ্জ-এর তথ্য অনুসারে এদিন ভারতীয় টাকার দাম বাজার খোলার সময় ছিল ৮৪ টাকা ৩২ পয়সা। যা একসময় ৫ পয়সা পড়ে হয় ৮৪.৩৭ পয়সা। যা ভারতীয় টাকার দরে সর্বকালীন নিম্ন দর। বুধবার ভারতীয় টাকার দাম ছিল ৮৪.২৮ পয়সা।
গতকাল বৃহস্পতিবার আমেরিকান ডলারের অনুপাতে ভারতীয় টাকার দাম ১ পয়সা পড়ে হয় ৮৪.৩২ পয়সা। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর গতকাল প্রায় এশিয়ান মুদ্রার দাম বেড়েছিল।
বিদেশি মুদ্রার কেনাবেচার সঙ্গে যুক্ত এক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় বাজার থেকে এখনও বিদেশি বিনিয়োগকারীরা বড়ো টাকা সরিয়ে নিচ্ছে। যার প্রভাব পড়ছে ভারতীয় টাকার দামে। রয়টার্স-এর তথ্য অনুসারে নভেম্বর মাসে এখনও পর্যন্ত ভারতীয় বাজার থেকে বিদেশি বিনিয়োগকারীরা ১.৫ বিলিয়ন ইউ এস ডলার মূল্যের শেয়ার তুলে নিয়েছে। গত মাসে এই পরিমাণ ছিল ১১ বিলিয়ন ইউ এস ডলার।
অন্যদিকে সপ্তাহের কেনাবেচার শেষদিনেও সেনসেক্স এবং নিফটি নেমেছে। এদিন সেনসেক্স নেমেছে ৫৫.৪৭ পয়েন্ট। নিফটি নেমেছে ৫১.১০ পয়েন্ট। এদিন সেনসেক্স বন্ধ হয়েছে ৭৯,৪৮৬.৩২ পয়েন্টে এবং নিফটি বন্ধ হয়েছে ২৪,১৪৮.২০ পয়েন্টে।
শুক্রবারের বাজারে ১,৩১৪টি শেয়ারের দাম বেড়েছে এবং ২,৪৭৫টি শেয়ারের দাম নেমেছে। আইটি সেক্টরের শেয়ারের দামে কিছুটা বৃদ্ধি হলেও মিডিয়া, পিএসইউ ব্যাঙ্ক, মেটাল শেয়ারের দাম পড়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন