Sensex & Nifty: ফলাফলের প্রাথমিক প্রবণতায় শেয়ার বাজারে ধস, সেনসেক্স নামলো ২,৭০০ পয়েন্ট

People's Reporter: গতকাল সেনসেক্স বন্ধ হয়েছিল ৭৬,৪৬৮.৭৮ পয়েন্টে। নিফটি বন্ধ হয়েছিল ২২,২৬৩.৯০ পয়েন্টে। যদিও এদিন বাজার খোলে কিছুটা নেমে ৭৬,২৮৫.৭৮ পয়েন্টে। নিফটি খোলে ২৩,১৭৯.৫০ পয়েন্টে।
ছবি প্রতীকী
ছবি প্রতীকী গ্রাফিক্স আকাশ
Published on

এক্সিট পোলের ফলাফলের ওপর ভিত্তি করে শেয়ার বাজারে গতকাল যে অগ্রগতি দেখা গেছিল মঙ্গলবার ভোট গণনা শুরু হবার পর ফলাফলের প্রাথমিক ট্রেন্ড সামনে আসতেই মুখ থুবড়ে পড়লো শেয়ার বাজার। এই খবর লেখা পর্যন্ত সেনসেক্স পড়েছে ২,৭৫৬.১৫ পয়েন্ট এবং নিফটি পড়েছে ৬৭৫.৬৫ পয়েন্ট।

গতকাল সেনসেক্স বন্ধ হয়েছিল ৭৬,৪৬৮.৭৮ পয়েন্টে। নিফটি বন্ধ হয়েছিল ২২,২৬৩.৯০ পয়েন্টে। যদিও এদিন বাজার খোলে কিছুটা নেমে ৭৬,২৮৫.৭৮ পয়েন্টে। নিফটি খোলে ২৩,১৭৯.৫০ পয়েন্টে।

এরপরেই ভোটগণনার ফলাফলের ভিত্তিতে বাজার নামতে শুরু করে। একসময় বাজার পৌঁছে যায় ৭৪,২৩৪.৭৯ পয়েন্টে। নিফটি নেমে যায় ২২,৫৬৬.৯৫ পয়েন্টে।

এদিন দাম পড়েছে আদানি এন্টারপ্রাইজের। কমেছে প্রায় ৯.৫১%। নিফটি ফার্মার দাম পড়েছে ১.২৩ শতাংশ। ব্যাঙ্ক নিফটি নেমেছে ৭.২০ শতাংশে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in