Sensex Vs Nifty: ভোট ফলের ধাক্কায় ৪,৫০০ পয়েন্ট নামলো সেনসেক্স

People's Reporter: সেনসেক্সে এখনও পর্যন্ত এদিনের ডে লো ৭১,৯৪২.৯০ পয়েন্ট। যা এদিন খুলেছিল ৭৬,২৮৫.৭৮ পয়েন্টে। মঙ্গলবার সেনসেক্সের ডে হাই ৭৬,৩০০ পয়েন্ট।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীছবি সংগৃহীত
Published on

লোকসভা নির্বাচনের ফলাফলের ট্রেন্ডের ধাক্কায় একেবারেই মুখ থুবড়ে পড়লো সেনসেক্স। মঙ্গলবার এই খবর লেখার সময় সেনসেক্স নেমেছে ৪,৫৩৩ পয়েন্ট। এখনও পর্যন্ত নিফটি নেমেছে ১,৪৭০.৬৫ পয়েন্ট।

সেনসেক্সে এখনও পর্যন্ত এদিনের ডে লো ৭১,৯৪২.৯০ পয়েন্ট। যা এদিন খুলেছিল ৭৬,২৮৫.৭৮ পয়েন্টে। মঙ্গলবার সেনসেক্সের ডে হাই ৭৬,৩০০ পয়েন্ট।

নিফটির ক্ষেত্রে এখনও পর্যন্ত এদিনের ডে লো ২১,৭৯০.৯৫ পয়েন্ট এবং ডে হাই ২৩,১৭৯.৫০ পয়েন্ট।

এই মুহূর্তে সেনসেক্স দাঁড়িয়ে আছে ৭১,৯৮০.৬২ পয়েন্টে। নিফটি দাঁড়িয়ে আছে ২১,৭৯৯.৭৫ পয়েন্টে।

আজ আদানি পোর্টস এর দাম পড়েছে ৩০৯.৪০ টাকা। নিফটি এফএমসিজি পড়েছে ০.৬৮ শতাংশ। নিফটি পিএসইউ ব্যাঙ্ক পড়েছে ১৬.৫২%। স্টেট ব্যাঙ্কের শেয়ারের দাম পড়েছে ১১৫.৫৫ টাকা। দাম বেড়েছে সান ফার্মার। ইন্ডিয়ান ব্যাঙ্কের শেয়ার পড়েছে ১৪.০১%।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in