Delhi Air Pollution: ধোঁয়ার চাদরে ঢেকেছে দিল্লি সহ অনেক শহর! কমেছে দৃশ্যমানতা, ব্যাহত বিমান পরিষেবা

People's Reporter: কাল ৬.৩০টা পর্যন্ত চন্ডীগড়ের বাতাসের গুণগত মান ৪১৫ (অতিরিক্ত খারাপ)। গাজিয়াবাদ (৩৭৮), নয়ডা (৩৭২) এবং গুরুগ্রাম (৩২৩)-এর পরিস্থিতি 'খুব খারাপ।
মোটা ধোঁয়াশার চাদরে ঢেকে রয়েছে রাজধানী
মোটা ধোঁয়াশার চাদরে ঢেকে রয়েছে রাজধানীপ্রতীকী ছবি সংগৃহীত
Published on

বুধবারের থেকে বৃহস্পতিবার দিল্লির বাতাসের গুণগত মান আরও খারাপ হয়েছে। CPCB (Central Pollution Control Board)-এর তথ্য অনুযায়ী, আজ রাজধানীতে বাতাসের গুণগত মান সূচক (AQI) ৪৩২। গতকাল যা ছিল ৩৭০।

শুধু দিল্লি নয়, চন্ডীগড়, গাজিয়াবাদ, নয়ডা, গুরুগ্রামেরও বাতাসের গুণমানও উদ্বেগজনক। যদিও প্রতি বছরই এই সময় রাজধানীর বাতাসের গুণগতমান ৪০০-৪৮০-র মধ্যে থাকে। যা সূচকের পরিমাপ অনুযায়ী 'অতিরিক্ত খারাপ'। সকাল ৬.৩০টা পর্যন্ত চন্ডীগড়ের বাতাসের গুণগত মান ৪১৫ (অতিরিক্ত খারাপ)। গাজিয়াবাদ (৩৭৮), নয়ডা (৩৭২) এবং গুরুগ্রাম (৩২৩)-এর পরিস্থিতি 'খুব খারাপ' পর্যায়ে রয়েছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর দৃশ্যমানতা শূন্য হয়ে গিয়েছিল। ঘন ধোঁয়াশায় ঢেকেছিল রাজধানী। ভোর ৫.৩০টায় পাঞ্জাবের অমৃতসর ও পাঠানকোট বিমানবন্দরের দৃশ্যমানতা শূন্যে নেমে গিয়েছিল। সকাল ৭টায় একই পরস্থিতি ছিল উত্তরপ্রদেশের গোরক্ষপুর বিমানবন্দরে।

মঙ্গলবার রাতেও একই পরিস্থিতি তৈরি হয়েছিল। অমৃতসর থেকে তিনটি দিল্লিগামী উড়ান বাতিল করতে হয় রাতে। এমনকি ধোঁয়াশার কারণে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের উড়ান লুধিয়ানায় অবতরণ করতে পারেনি। শেষমেশ তাঁর বিমান অমৃতসরে নামে। 

বৃহস্পতিবার সকালে বিমান সংস্থা ইন্ডিগোর তরফ থেকে জানানো হয়, 'সকালে কুয়াশার কারণে অমৃতসর, বারাণসী এবং দিল্লি বিমান পরিষেবা ব্যাহত হতে পারে। দৃশ্যমানতা কম হওয়ার জন্য রাস্তায় ট্রাফিকের সমস্যা হতে পারে'।

রাজধানীর বিভিন্ন সড়ক সাদা ধোঁয়ায় ঢেকেছিল। যার জেরে যান চলাচলে সমস্যা হয়। অন্যদিনের থেকে একই পথ অতিক্রম করতে অতিরিক্ত সময় লাগছে। অন্যদিকে আজই মরসুমের শীতলতম দিন দিল্লিতে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in