মহারাষ্ট্র সরকারে 'পাওয়ার' হারিয়েছে জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (NCP)। দল এখন ক্ষমতার বাইরে। এমতবস্থায় হঠাৎ কোনও কারণ না জানিয়ে দলের সকল বিভাগ এবং কমিটি ভেঙে দিয়েছেন জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির সভাপতি শরদ পাওয়ার।
বুধবার, রাত ১১ টা ২২ মিনিট নাগাদ NCP-র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রফুল প্যাটেল টুইট করে জানিয়েছেন, 'NCP-র ন্যাশনাল প্রেসিডেন্টের অনুমতিক্রমে দলের সমস্ত বিভাগ এবং সেল ভেঙে দেওয়া হয়েছে।' প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রফুল প্যাটেল এর বাইরে আর কিছু জানান নি।
প্রায় তিন সপ্তাহ আগে মহারাষ্ট্রে পতন হয়েছে মহাবিকাশ আঘাদি জোট (MVA) সরকারের। ক্ষমতা হারিয়ে 'কাগজের বাঘ' হয়ে পড়েছেন শিবসেনার উদ্ধব ঠাকরে। এরই মধ্যে, গত মঙ্গলবার আবার শিবসেনার ১২ জন সাংসদ দিল্লিতে দেখা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধের সঙ্গে। এমনকি, তাঁরা সকলেই যোগ দিয়েছেন সিন্ধে গোষ্ঠীর সঙ্গে। যা নিয়েও জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
সেই রেশ কাটতে না কাটতেই দলের সকল বিভাগ ভেঙে দিল একদা MVA সরকারে শিবসেনার জোট সঙ্গী NCP।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন