Congress President Election: কংগ্রেসের সভাপতি নির্বাচনে 'কারচুপির' অভিযোগ তুলেলেন শশী থারুর

চিঠিতে বলা হয়েছে, 'উত্তরপ্রদেশের কলঙ্কিত প্রক্রিয়াটিকে মেনে নিলে- এই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলে গণ্য করা যায় না। তাই আমরা উত্তরপ্রদেশের সমস্ত ভোটকে অবৈধ বলে ঘোষণার দাবি করছি।'
শশী থারুর ও মল্লিকার্জুন খাড়গে
শশী থারুর ও মল্লিকার্জুন খাড়গেফাইল ছবি, গ্রাফিক্স - আকাশ
Published on

কংগ্রেসের সভাপতি নির্বাচনের ভোট গণনা শুরু হতেই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন শশী থারুর (Shashi Tharoor)। দীর্ঘ ২৪ বছর পর, গান্ধী পরিবার থেকে কেউ কংগ্রেস সভাপতি পদে লড়ছেন না। গত সোমবার সভাপতি পদে নির্বাচন হয়েছে। যেখানে শশী থারুরের প্রতিদ্বন্দ্বী হয়েছেন গান্ধী পরিবার ঘনিষ্ঠ মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)।

বুধবার, ভোট গণনা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই নির্বাচন নিয়ে বেশ কিছু অভিযোগ তুলেছে থারুরের টিম (Team Tharoor)। তাঁরা দলের নির্বাচনী সংস্থার প্রধান মধুসূদন মিস্ত্রির (Madhusudan Mistry) কাছে নিজেদের অভিযোগের কথা জানিয়েছে। থারুরের নির্বাচনী এজেন্ট সলমন সোজ (Salman Soz) বলেছেন, ‘আমরা মধুসূদন মিস্ত্রির অফিসের সঙ্গে যোগাযোগ করেছি। নির্বাচন সংক্রান্ত বেশ কিছু অস্বচ্ছতার কথা জানিয়েছি।’‌

জানা যাচ্ছে, চার পাতার চিঠিতে সলমন সোজ যে অভিযোগ করেছেন, তার মধ্যে রয়েছে- ১) ব্যালট বক্সে আন-অফিশিয়াল সিল ব্যবহার করা হয়েছে। ২) পোলিং বুথে অনুমতি ছাড়াই একাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। ৩) ভোটিং পদ্ধতিতেও কারচুপি হয়েছে এবং ৪) গণনার কোনও সামারি শিটও দেওয়া হয়নি।

উদাহরণ হিসাবে, উত্তরপ্রদেশের কথা তুলে ধরেছেন শশী থারুরের নির্বাচনী এজেন্ট সলমন সোজ। তিনি দাবি করেন, উত্তরপ্রদেশের নির্বাচনী প্রক্রিয়ায় ‘গোলমেলে তথ্য’ রয়েছে। তাই আমরা এই রাজ্যের ভোট বাতিলের দাবি জানাচ্ছি।

চিঠিতে বলা হয়েছে, 'উত্তরপ্রদেশের কলঙ্কিত প্রক্রিয়াটিকে মেনে নিলে- এই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলে গণ্য করা যায় না। তাই আমরা উত্তরপ্রদেশের সমস্ত ভোটকে অবৈধ বলে ঘোষণার দাবি করছি।'

মধুসূদন মিস্ত্রির কাছে পাঠানো চিঠিতে টিম থারুর বলেন, ‘উত্তরপ্রদেশে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত গুরুতর অনিয়ম আপনার নজরে আনতে চাই। আপনি দেখতে পাবেন- ঘটনাগুলি কতটা ক্ষতিকারক এবং নির্বাচন প্রক্রিয়াটি বিশ্বাসযোগ্যতা এবং সততা থেকে বঞ্চিত।’

তবে, এদিকে মল্লিকার্জুন খাড়্গের কাউন্টিং এজেন্ট গৌরব গগৌ (Gaurav Gogoi) জানিয়েছেন, 'এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। আমরা গর্বিত যে নির্বাচন খুবই গণতান্ত্রিক পদ্ধতিতে হয়েছে। আমরা সোনিয়া গান্ধীর কাছেও কৃতজ্ঞ কঠিন সময়ে দায়িত্ব গ্রহণের জন্য। আসন্ন দিনে কংগ্রেস আরও শক্তিশালী হবে।'

এই প্রসঙ্গে, কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ (Jairam Ramesh) বলেছেন, 'এই (অভিযোগ) সবই সমালোচকদের ব্যবহৃত শব্দ। এই নির্বাচনে দুজন যোগ্য ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করছেন। অবাধ, সুষ্ঠু নির্বাচন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হয়েছে।'

শশী থারুর ও মল্লিকার্জুন খাড়গে
অবিলম্বে ‘Bharat Jodo Yatra’ বন্ধ করুক রাহুল - কেন এমন বললেন কংগ্রেস সাংসদ?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in