INDIA: প্রতি সন্ধ্যায় এঁরা ঘৃণার দোকান খুলে বসেন - ১৪ জন অ্যাঙ্করকে বয়কট ইন্ডিয়ার, দেখুন তালিকা

People's Reporter: ইন্ডিয়া ব্লকের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে নিউজ ব্রডকাস্টার অ্যান্ড ডিজিটাল অ্যাসোসিয়েশন (NBDA)। এক বিবৃতিতে NBDA এই নিষেধাজ্ঞাকে গণতন্ত্রের নীতির পরিপন্থী।
'ইন্ডিয়া' শিবির
'ইন্ডিয়া' শিবিরছবি সংগৃহীত
Published on

বিজেপি বিরোধী শিবির ইন্ডিয়া ব্লকের প্রথম সমন্বয় কমিটির বৈঠকে বেশ কয়েকজন সংবাদ সঞ্চালক এবং তাঁদের শো বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বৃহস্পতিবার সেই সঞ্চালকদের তালিকা প্রকাশ করলো ব্লকের গণমাধ্যম সংক্রান্ত সাব কমিটি। এই তালিকায় মোট ১৪ জনের না রয়েছে।

কংগ্রেস মুখপাত্র পবন খেরা নিজের এক্স হ্যান্ডেলে ইন্ডিয়া ব্লকের এই সিদ্ধান্তের কথা জানিয়ে ১৪ জন অ্যাঙ্করের নাম প্রকাশ করেছেন। বৃহস্পতিবার তিনি লিখেছেন, “আজ বিকেলে অনুষ্ঠিত একটি ভার্চুয়াল বৈঠকে ইন্ডিয়ার মিডিয়া কমিটির দ্বারা নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত অনুসারে ইন্ডিয়া শিবিরের অন্তর্ভুক্ত দলগুলি নিম্নলিখিত অ্যাঙ্করদের শো এবং ইভেন্টগুলিতে তাদের প্রতিনিধিদের পাঠাবে না।"

এই নামগুলি হল -

অদিতি ত্যাগী (ভারত এক্সপ্রেস)

আমান চোপড়া (নেটওয়ার্ক 18)

সুধীর চৌধুরী (আজ তক)

অর্ণব গোস্বামী (রিপাবলিক নেটওয়ার্ক)

নাভিকা কুমার (টাইমস নাও/টাইমস নাও নবভারত)

রুবিকা লিয়াকত (ভারত 24)

চিত্রা ত্রিপাঠী (আজ তক)

অমিশ দেবগন (নিউজ 18 হিন্দি)

আনন্দ নরসিংহন (সিএনএন-নিউজ 18)

অশোক শ্রীবাস্তব (ডিডি নিউজ)

গৌরব সাওয়ান্ত (আজ তক)

প্রাচী পরাশর (ইন্ডিয়া টিভি)

শিব অরুর (আজ তক)

সুশান্ত সিনহা (টাইমস নাউ নবভারত)

এরপর এক ভিডিও বার্তায় পবন খেরা বলেন, “আমরা এই অ্যাঙ্করদের ঘৃণা করি না কিন্তু আমরা দেশকে আরও বেশি ভালবাসি। প্রতিদিন সন্ধ্যা ৫টা থেকে এঁরা ঘৃণার দোকান খুলে নিয়ে বসেন। আমরা এই ঘৃণা ভরা আখ্যানকে বৈধতা দিতে চাই না। এই ঘৃণা আমাদের সমাজকে ক্ষয় করছে।"

ইন্ডিয়া ব্লকের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে নিউজ ব্রডকাস্টার অ্যান্ড ডিজিটাল অ্যাসোসিয়েশন (NBDA)। এক বিবৃতিতে NBDA বলেছে, বিরোধী জোটের এই সিদ্ধান্তে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এই নিষেধাজ্ঞা গণতন্ত্রের নীতির পরিপন্থী।

'ইন্ডিয়া' শিবির
সেনা-জঙ্গি সংঘর্ষে জওয়ানদের মৃত্যুর খবর পেয়েও জি২০ নিয়ে ‘উৎসব’ মোদী সরকারের! কড়া নিন্দা RJD-র
'ইন্ডিয়া' শিবির
Sudhir Chaudhary: সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার ষড়যন্ত্র - সুধীর চৌধুরীর বিরুদ্ধে FIR দায়ের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in