এক সপ্তাহে দু'বার অসুস্থ, সত্যেন্দ্র জৈনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন সুপ্রিম কোর্টের!

সুপ্রিম কোর্ট এও নির্দেশ দেয়, সত্যেন্দ্র জৈন নিজের পছন্দমতো যেকোনো হাসপাতালে চিকিৎসা করাতে পারবেন। পরবর্তী শুনানি ১০ জুলাই।
৬ সপ্তাহের জন্য অন্তর্বর্তী জামিন সত্যেন্দ্র জৈনকে
৬ সপ্তাহের জন্য অন্তর্বর্তী জামিন সত্যেন্দ্র জৈনকেগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছেন জেলবন্দী দিল্লির প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈন। যার ফলে তাঁকে ৬ সপ্তাহের জামিন (মেডিক্যাল গ্রাউন্ড) দিয়েছে সুপ্রিম কোর্ট। এক সপ্তাহের মধ্যে দু'বার অসুস্থ হয়ে পড়েন তিনি।

সোমবারের পর বৃহস্পতিবারও ফের অসুস্থ হয়ে পড়েছেন সত্যেন্দ্র জৈন। অজ্ঞান হয়ে জেলের শৌচালয়ে পড়ে যান তিনি। ভর্তি করতে হয় হাসপাতালে। প্রথমে দীন দয়াল উপাধ্যায় হাসপাতালে ভর্তি করা হলেও শ্বাসকষ্টের সমস্যা থাকায় লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে অক্সিজেনও দেওয়া হয়।

সবকিছু বিবেচনা করে আপ নেতা সত্যেন্দ্র জৈনকে জামিন দিয়েছে দেশের শীর্ষ আদালত। বিচারপতি জে কে মহেশ্বরী বলেন, "তাঁকে ট্রায়াল কোর্টের শর্তে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি দেওয়া হবে। যাতে তিনি কোনও সাক্ষীর সাথে সাক্ষাৎ বা প্রভাবিত করতে না পারে"। পাশাপাশি সুপ্রিম কোর্ট এও নির্দেশ দেয়, সত্যেন্দ্র জৈন নিজের পছন্দমতো যেকোনো হাসপাতালে চিকিৎসা করাতে পারবেন। এই মামলার পরবর্তী শুনানি ১০ জুলাই।

যদিও জামিনের বিরোধিতা করে ইডির আইনজীবি দাবি করেন, লোকনায়ক হাসপাতালের রিপোর্টের ভিত্তিতে প্রাক্তন মন্ত্রীকে জামিন দেওয়া উচিত নয়। আমরা তাঁকে এইমসের চিকিৎসকদের দিয়ে চিকিৎসা করাবো। এর আগে চিকিৎসকের কথা বলতেই জামিনের আবেদন প্রত্যাহার করেছিলেন সত্যেন্দ্র জৈন।

প্রসঙ্গত, সোমবারও জেলের শৌচালয়ে পড়ে গিয়েছিলেন তিনি। মেরুদণ্ডে আঘাত পান তিনি। তখনও হাসপাতালে ভর্তি করতে হয়েছিল প্রাক্তন মন্ত্রীকে।

দিল্লির প্রাক্তন মন্ত্রী গত বছরের মে মাস থেকে তিহার জেলে রয়েছেন। আয়ের সাথে সম্পত্তির কোনো মিল না থাকায় আর্থিক তছরুপ আইনের অধীনে ইডি গ্রেপ্তার করেছিল তাঁকে।

৬ সপ্তাহের জন্য অন্তর্বর্তী জামিন সত্যেন্দ্র জৈনকে
দিল্লি মন্ত্রিসভা থেকে ইস্তফা কেন্দ্রীয় সংস্থার হাতে গ্রেফতার হওয়া দুই মন্ত্রীর
৬ সপ্তাহের জন্য অন্তর্বর্তী জামিন সত্যেন্দ্র জৈনকে
নিয়োগ দুর্নীতিতে অভিষেককে জিজ্ঞাসাবাদ সংক্রান্ত মামলায় স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in