প্রয়াত সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির দেহ নিয়ে যাওয়া হল দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে। এদিনই দেহ নিয়ে যাওয়া হবে তাঁর বাড়িতে। আগামীকাল তাঁর দেহ দান করা হবে দিল্লি এইমস-এ।
শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ প্রয়াত নেতার দেহ দিল্লির এইমস থেকে নিয়ে যাওয়া হয় জেএনইউ-তে। সেখানেই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীকে শ্রদ্ধা জানান ছাত্র, শিক্ষক ও অন্যান্যরা। এরপর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে দিল্লির বসন্তকুঞ্জে তাঁর বাড়িতে।
সিপিআইএম সূত্রে জানা গেছে, আগামীকাল শনিবার চিকিৎসা বিজ্ঞানের গবেষণার জন্য প্রয়াত নেতার শেষ ইচ্ছা অনুসারে দেহ তুলে দেওয়া হবে অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্সস-এ।
তার আগে সকাল ১১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত সীতারাম ইয়েচুরির দেহ শায়িত থাকবে দিল্লির গোল মার্কেট অঞ্চলে সিপিআইএম কেন্দ্রীয় দপ্তর এ কে গোপালন ভবনে। সেখানেই প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানাবেন সাধারণ মানুষ ও দলীয় নেতৃত্ব। এরপর তাঁর দেহ নিয়ে যাওয়া হবে এইমস-এ এবং দেহ দান করা হবে।
বৃহস্পতিবার বিকেল ৩ টে ৫ মিনিটে প্রয়াত হন সিপিআইএম সাধারণ সম্পাদক ইয়েচুরি। গত ১৯ আগস্ট গুরুতর শারীরিক অসুস্থতার জন্য তাঁকে এইমস-এ ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। গত ৯ সেপ্টেম্বর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রেসপিরেটরি সাপোর্ট সিস্টেমে রাখা হয়।
রাজ্য থেকে সীতারাম ইয়েচুরির শেষযাত্রায় যোগ দিতে যাবেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং সিপিআইএম পলিটব্যুরো সদস্য রামচন্দ্র ডোম। রাজ্য সিপিআইএম সূত্রের খবর অনুসারে, বিমান বসু এবং রামচন্দ্র ডোম এদিনই দিল্লির উদ্দেশ্যে যাত্রা করেছেন। আগামীকাল সকালে দিল্লির যাবেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন